শিরোনামঃ

সাঈদ খানের উদ্যোগে জিয়ানগরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক


মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুর কানী  প্রতিনিধিঃ-


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র কাঠামো বিনির্মাণের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে প্রচারের অংশ হিসেবে পিরোজপুরের জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের পাড়েরহাট আবাসনে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর-১ আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক, দৈনিক কালের কণ্ঠ-এর যুগ্ম সম্পাদক ও সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাঈদ খান।


অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ শেখ, জেলা যুবদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক এস. এম. আল ইমরান, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পিরোজপুর পৌর শাখার সভাপতি মোহাম্মদ নাজমুল হাওলাদার মারুফ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফাহিম মুনতাসির, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিপন শেখ, ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শফিক রেজা, ছাত্রনেতা আতিক ও ব্যবসায়ী নেতা লিটন প্রমুখ।


উঠান বৈঠকে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল।






এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?