- প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫ ০৪:৩৮ পিএম
জেলা তথ্য অফিসের উঠান বৈঠক
বরিশাল জেলা তথ্য অফিসের উদ্যোগে জনসচেতনতামুলক- উঠান বৈঠক আজ ৩০ অক্টোবর গৌরনদী নিলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
বৈঠকে শোষণমুক্ত, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ, টেকসই উন্নয়ন অভিষ্ট, বাল্য বিবাহ, মানব পাচার, মাদক সন্ত্রাস, সাম্প্রদায়িক সম্প্রীতি ও গুজব প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ, তথ্য অধিকার আইন, শিশুর জন্মনিবন্ধন, শিক্ষা ও পুষ্টি সচেতনতা, নিরাপদ মাতৃত্ব, শিশু ও নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা, ইভটিজিং ও ডেঙ্গু প্রতিরোধ এবং পরিষ্কার পরিচ্ছন্নতাসহ বিভিন্ন জনসচেতনতামুলক- বিষয়ে আলোচনা হয়।
উঠান বৈঠকে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের পরিচালক (সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার) মোহাম্মাদ ওমর ফারুক দেওয়ান। তিনি বলেন, মাদকদ্রব্য পরিহার করে যুবসমাজকে রক্ষা করতে হবে। কোন জাতিকে সমৃদ্ধ করতে হলে সে দেশের যুব সমাজকে মাদক থেকে দূরে রাখবে হবে। সরকার চায় বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে। এজন্য আমাদের সকলের কাজ করতে হবে। আমাদের সচেতন নাগরিক হতে হবে।
বাল্যবিবাহ অভিশাপ উল্লেখ করে পরিচালক বলেন, বাল্য বিবাহ থেকে আমাদের মেয়েদের রক্ষা করতে হবে। মেয়েরা সমাজের বোঝা নয়। মেয়েদের শিক্ষিত করতে হবে। শিক্ষিত মেয়েরাই শিক্ষিত জাতি উপহার দিবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা উল্লেখ করে পরিচালক আরোও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ধরনের অপতথ্য পেলে তা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। সন্দেহজনক কোন কিছু শেয়ার করা যাবে না। এতে দেশের ও সমাজের ভাবমূর্তি নষ্ট হয়। সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়।
জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মৃদুল চৌধুরী কনক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য করেন। এসময় নিলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নমিতা রানী দে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার,বরগুনা: বরগুনার বেতাগী উপজেলায় কাউনিয়া কলেজে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বেতাগী উপজেলার ৫নং বুড়ামজুমদার...
-
ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পরিবহন ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা ও সংকট বিরাজ করছে বলে অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের কাছ থেকে। প্রায়...
-
ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিনকে নিয়ে...
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ৩ দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে গোপালগঞ্জের সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!