শিরোনামঃ

জেলা তথ্য অফিসের উঠান বৈঠক


বরিশাল জেলা তথ্য অফিসের উদ্যোগে জনসচেতনতামুলক- উঠান বৈঠক আজ ৩০ অক্টোবর গৌরনদী নিলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

বৈঠকে শোষণমুক্ত, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ, টেকসই উন্নয়ন অভিষ্ট, বাল্য বিবাহ, মানব পাচার, মাদক সন্ত্রাস, সাম্প্রদায়িক সম্প্রীতি ও গুজব প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ, তথ্য অধিকার আইন, শিশুর জন্মনিবন্ধন, শিক্ষা ও পুষ্টি সচেতনতা, নিরাপদ মাতৃত্ব, শিশু ও নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা, ইভটিজিং ও ডেঙ্গু প্রতিরোধ এবং পরিষ্কার পরিচ্ছন্নতাসহ বিভিন্ন  জনসচেতনতামুলক- বিষয়ে আলোচনা হয়।

উঠান বৈঠকে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের পরিচালক (সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার) মোহাম্মাদ ওমর ফারুক দেওয়ান। তিনি বলেন, মাদকদ্রব্য পরিহার করে যুবসমাজকে রক্ষা করতে হবে। কোন জাতিকে সমৃদ্ধ করতে হলে সে দেশের যুব সমাজকে মাদক থেকে দূরে রাখবে হবে। সরকার চায় বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে। এজন্য আমাদের সকলের কাজ করতে হবে। আমাদের সচেতন নাগরিক হতে হবে। 

বাল্যবিবাহ অভিশাপ উল্লেখ করে পরিচালক বলেন, বাল্য বিবাহ থেকে আমাদের মেয়েদের রক্ষা করতে হবে। মেয়েরা সমাজের বোঝা নয়। মেয়েদের শিক্ষিত করতে হবে। শিক্ষিত মেয়েরাই শিক্ষিত জাতি উপহার দিবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা উল্লেখ করে পরিচালক আরোও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ধরনের অপতথ্য পেলে তা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। সন্দেহজনক কোন কিছু শেয়ার করা যাবে না। এতে দেশের ও সমাজের ভাবমূর্তি নষ্ট হয়। সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়। 

জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মৃদুল চৌধুরী কনক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য করেন। এসময় নিলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নমিতা রানী দে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?