- প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫ ০২:১৬ পিএম
গলাচিপায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় জনগণের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত ১৩টি সেবা পৌঁছে দিতে এবং হয়রানি কমাতে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টায় গলাচিপা পৌরসভার গার্লস স্কুল রোডে এই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান। তিনি বলেন, “ভূমি সেবা সহায়তা কেন্দ্র এখন সরকার নির্ধারিত একটি নির্দিষ্ট পয়েন্ট। এখান থেকে উপজেলার মানুষ সহজেই ভূমি সংক্রান্ত সরকারি সেবা নিতে পারবেন এবং নির্ধারিত ফিতে হয়রানিমুক্তভাবে সেবা পাবেন।”
ভূমি সেবা সহায়তা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান সিকদার কম্পিউটারের সেবা প্রদানকারী সুজন সিকদার জানান, “অনলাইনভিত্তিক ভূমি সেবাই এখন মূল কাজ। এখানে ভূমি উন্নয়ন কর, নামজারি আবেদন, খতিয়ান আবেদন, মৌজা ম্যাপ আবেদন সহ ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা দেয়া হবে। আমি সততার সঙ্গে ভূমি সেবা প্রদান করবো, যাতে সাধারণ মানুষ সহজেই তাদের সমস্যার সমাধান পায়।”
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা শাহজাদ হোসেন ও উপ ভূমি সহকারী কর্মকর্তা কামরুল ইসলাম। উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. হুমায়ুন কবির, মো. আনিছুর রহমান, প্রধান সহকারী কাম-হিসাবরক্ষক মো. রিয়াজুল ইসলাম৷ এছাড়াও সেবাগ্রহীতা স্থানীয় গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াধানা গ্রামের কৃষানী মঞ্জু মন্ডল (৫৫)। এবছর স্বামীর সাথে ৩ বিঘা...
-
আব্দুল্লাহ আর রাফি, গোবিপ্রবি প্রতিনিধিঃ-গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল (৭...
-
ওয়াহিদ-উন-নবী,ববি প্রতিনিধি:বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষার ফল প্রকাশে অস্বাভাবিক বিলম্বে ক্ষোভ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!