শিরোনামঃ

গলাচিপায় অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন



সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধ



পটুয়াখালীর গলাচিপায় হাজী কেরামত আলী কলেজের অধ্যক্ষ আলীম উজ্জামানের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ওই কলেজ মাঠে এ মানববন্ধন পালিত হয়। বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। পরে মানববন্ধন শেষে ক্লোজার বাজারে বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, চরকাজল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহমেদ আকন, চরবিশ্বাস ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. বাকের বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, চরকাজল ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আনোয়ার হোসেন খান ও সাধারণ সম্পাদক মো. টিপু বিশ্বাস, গণঅধিকার পরিষদের চরবিশ্বাস ইউনিয়ন সদস্য সচিব মো. জুয়েল হাওলাদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চরবিশ্বাস ইউনিয়ন আমীর মাওলানা মীর মোস্তফা কামাল এবং চরকাজল ইউনিয়ন আমীর মাওলানা মো. আজিজ জোমাদ্দার, ইসলামী আন্দোলন বাংলাদেশের চরবিশ্বাস ইউনিয়ন সভাপতি মাওলানা মো. ইমরান নাজির ও সাধারণ সম্পাদক হাফেজ মো. আল আমিন। এ ছাড়া চরবিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান দুলালসহ প্রমুখ। এসময় বক্তারা অধ্যক্ষের অপসারণ এবং কলেজের প্রতিষ্ঠাতা ও বর্তমান এডহক কমিটির সভাপতি মো. গোলাম মোস্তফার বিরুদ্ধে হাইকোর্টে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান। একইসঙ্গে অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা। এ বিষয়ে অধ্যক্ষ আলীম বলেন, আদালতে একটি মামলা চলমান ও আদেশ রয়েছে। যে মামলার আদেশ বাস্তবায়নে আমি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করছি। আমি সভাপতির বিরুদ্ধে কোনো মামলা করিনি। আমি চলমান মামলায় হাইকোর্টের যে নির্দেশনা আসে তাই মেনে নিবো এবং আইনি প্রক্রিয়ায় বিষয়টির সমাধান করতে চাই। তিনি আরও বলেন, আমাকে কলেজে যেতে নিষেধ করায় আমি যাই না। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মজিবুর রহমান বলেন, শিক্ষা প্রতিষ্ঠান মানববন্ধন, অরাজকতা সৃষ্টি কাম্য নয়। কমিটির সভাপতি ও অধ্যক্ষের মধ্যে চলমান সমস্যা সমাধানে আমরা আলোচনা করবো।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?