- প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫ ০৯:২১ এএম
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন অনুষ্ঠিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম বন্ধ ও সেবার মান উন্নয়নে বিভিন্ন সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবী মানুষ।
রবিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন গলাচিপা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গলাচিপা উপজেলা সভাপতি মো. রাকিবুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ, যুব প্রতিনিধি মাওলানা. মো. মাহমুদুল হাসান, গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম, উপজেলা ছাত্র অধিকার সহ-সভাপতি তরিকুল ইসলাম মুন্না, রেড ক্রিসেন্ট উপজেলা শাখার দলপ্রধান মো. ফিরোজ আলম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শায়েদ আহমেদ জয় প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় নানা অনিয়ম চলছে। চিকিৎসক ও নার্সরা সেবাগ্রহীতার সাথে খারাপ আচরণ করেন, রোগীদের ওষুধ দেয়া হয় না, হাসপাতালের চারপাশ ও বাথরুম অপরিষ্কার থাকে, রোগীদের অতিরিক্ত হারে টেস্ট ধরিয়ে দেয়, বিদ্যুৎ গেলে জেনারেটর চলে না এবং ভবনের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়াও রোগীদের জন্য পর্যাপ্ত শয্যা নেই ও জরুরি বিভাগে সেবা নিতে গেলে বাইরে থেকে বিভিন্ন উপক কিনে আনতে হয়।
তারা আরও বলেন, গলাচিপা হাসপাতালের এমন করুণ অবস্থা যে কেউ চিকিৎসা নিতে এসে আরও অসুস্থ হয়ে পড়েন। একটি উপজেলার প্রধান স্বাস্থ্যকেন্দ্র অচল হয়ে পড়লে সেটি পুরো এলাকার মানুষের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনে। তাই দ্রুত সংস্কার ও পর্যাপ্ত জনবল নিয়োগের দাবি জানান।
মানববন্ধনে গলাচিপা সরকারি কলেজের শিক্ষার্থী নাইমা হক মেঘলা ও তরিকুল ইসলাম মুন্না হাসপাতাল সংস্কারের ৯ দফা কর্মসূচি ঘোষণা করেন। দাবিগুলো হলো আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতাল ও আশপাশের সব বর্জ্য অপসারণ; টয়লেট, বাথরুম ও স্যানিটেশন ব্যবস্থা পরিষ্কার-পরিচ্ছন্ন করা; রোগীদের খাদ্যতালিকা ও সরকারি বরাদ্দের হালনাগাদ তালিকা বোর্ডে প্রকাশ করা; আগামী ৩০ কর্মদিবসের মধ্যে শূন্য পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ; পুরাতন ও ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার কাজ শুরু করা; গর্ভবতী মায়েদের জন্য সিজার ব্যবস্থা এবং আধুনিক ল্যাব ও এক্স-রে রুম স্থাপন; আধুনিক স্টোর রুম, ডিজিটাল টোকেন ও অনলাইন রেজিস্ট্রেশন চালু; ডাক্তারদের ডিউটি মনিটরিং ও অন্তত দুটি সচল অ্যাম্বুলেন্স নিশ্চিতকরণ; জরুরি ও বহিঃবিভাগে প্রাথমিক চিকিৎসার সব সরঞ্জাম সরবরাহ।
দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দিবেন বলেও জানান তারা। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত স্মারকলিপি প্রদান করেন।
এ বিষয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘হাসপাতালের জনবল সংকট বিষয়ে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। স্থানীয়ভাবে যেসব সংস্কার সম্ভব, তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।’
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার,বরগুনা: বরগুনার বেতাগী উপজেলায় কাউনিয়া কলেজে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বেতাগী উপজেলার ৫নং বুড়ামজুমদার...
-
ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পরিবহন ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা ও সংকট বিরাজ করছে বলে অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের কাছ থেকে। প্রায়...
-
ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিনকে নিয়ে...
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ৩ দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে গোপালগঞ্জের সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!