- প্রকাশিত: ২০ জুন ২০২৫ ১০:৫৬ পিএম
বরিশালে মাঠ প্রশাসন সামলাচ্ছেন নারী ইউএনওরা
গৌরনদী ও আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : নারীরা এখন আর পিছিয়ে নেই। সর্বক্ষেত্রেই পুরুষদের ন্যায় সমান তালে মেধা বিকাশের মাধ্যমে এগিয়ে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় মাঠ প্রশাসনেও এগিয়ে যাচ্ছেন নারীরা। নিজ নিজ কর্মক্ষেত্রে দক্ষতা, বিচক্ষনতা ও সততার মাধ্যমে মাঠ প্রশাসনের কার্যক্রমে সফলতা কুড়িয়েছেন অনেক নারী কর্মকর্তা। এমনই দুই নারী কর্মকর্তা হলেন- বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন ও গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি। এই দুই নারী কর্মকর্তার জনসেবামূলক কর্মকান্ডে ইতিমধ্যে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
জানা গেছে, ২০২৩ সালের ১২ ডিসেম্বরে সংখ্যালঘু অধ্যুষিত বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন ফারিহা তানজিন। যোগদানের পর থেকেই নিজ কর্মস্থলে দক্ষতা, সাহসিকতা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। বিরুপ পরিস্থিতিতেও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দিনরাত অক্লান্ত পরিশ্রম করে প্রত্যন্ত অঞ্চলে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের কাজ সঠিক ভাবে তদারকী এবং জনসেবায় নিজেকে সম্পৃক্ত রেখে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছেন।
অপরদিকে চলতি বছরের ২০ এপ্রিল দক্ষিণাঞ্চলের গেটওয়ে খ্যাত গৌরনদী উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক হিসেবে যোগদান করেন রিফাত আরা মৌরি। দায়িত্ব গ্রহনের পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি উপজেলা ও পৌরসভাকে ঢেলে সাজাতে গ্রামীণ জনপদে ছুটে চলেছেন। গ্রামীণ জনপদে বাস্তবায়িত প্রকল্পের কাজগুলো পরিদর্শন করে স্বল্প সময়ের ব্যবধানে এ নারী কর্মকর্তা জনমনে আস্থা অর্জন করে নিয়েছেন।
এবিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে নারী হিসেবে এখন পর্যন্ত কোনও প্রতিবন্ধকতার সম্মুখীন হইনি। বিভিন্ন ক্ষেত্রে উপজেলা ও পৌরবাসীর সহযোগিতা পাচ্ছি। তিনি আরও বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে উপজেলা ও পৌর প্রশাসন সহ স্থানীয় জনগনকে সঙ্গে নিয়ে কিভাবে উপজেলাকে ঢেলে সাজানো যায় সেই লক্ষে কাজ শুরু করেছি। যতদিন এ উপজেলায় দায়িত্বে রয়েছি ততদিন আপামর জনসাধারনের সেবায় কাজ করতে চাই।
আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন বলেন, যেদিন থেকে এ উপজেলায় যোগদান করেছি। সেদিন হয়তো অনেকের মনে প্রশ্ন ছিলো একজন নারী কর্মকর্তা কতটুকু মাঠ সামলাতে পারবেন। তবে আমার বিশ্বাস সময়ের শ্রোতে সেই ধারনা ভুল প্রমাণিত হয়েছে। আমি একজন নারী কর্মকর্তা হিসেবে নয় বরং উপজেলাবাসীর একজন সেবক হিসেবে দায়িত্ব পালন করেছি। যেখানেই সমস্যা, সেখানেই সমাধানের চেষ্টা করেছি। শত বাঁধা পেরিয়ে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে আগামীর সুন্দর আগৈলঝাড়া গড়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।
নারী ইউএনদের প্রশংসা করে বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, পুরুষ কর্মকর্তাদের ন্যায় নারী উপজেলা নির্বাহী কর্মকর্তারা ব্যাপক কর্মঠ। কাজের প্রতি যতœবান। মাঠ পর্যায়ে কর্মক্ষেত্রে তারা দক্ষতার পরিচয় দিচ্ছেন। আমরা জেলা প্রশাসন থেকে সকল ইউএনওদেরকে জনসেবায় নিজেদের সম্পৃক্ত করতে উৎসাহ দিয়ে যাচ্ছি।
এই বিভাগের আরো খবর
-
।বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে যশোরের জুলাই শহীদ আব্দুল্লাহ -বেনাপোল, জাবির- ঝিকরগাছা ও আলামিন- চৌগাছা এর পরিবারের সাথে সৌজন্য...
-
হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি : কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও বালাগঞ্জ উপজেলা কৃষি অফিস এর উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠন...
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : টানা প্রবল বর্ষণের ফলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। ইতিমধ্যে একটি সড়ক...
-
ভোলা প্রতিনিধি।।ভোলার লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষক পরিবারের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। নীলকমল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!