- প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫ ০১:৪০ পিএম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রের বিরূদ্ধে ইভটিজিং এর অভিযোগ
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০২১- ২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমনের বিরুদ্ধে এক ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী সোমবার (২০ অক্টোবর) সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগপত্রে ভুক্তভোগী ছাত্রী লিখেন, সম্প্রতি ইমন আমার সাথে ইভটিজিংমূলক অশোভন ও অশ্লীল আচরণ করেছে। এ ঘটনায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি এবং মানসিকভাবে ভেঙে পড়েছি। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিযুক্ত ইমনের কিছু ম্যাসেজের স্ক্রিনশর্ট ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, অভিযুক্ত ইমন একাধিক নারী শিক্ষার্থীকে বিভিন্ন সময়ে নানান রকম ম্যাসেজ দিয়ে উত্যক্ত করতো।
জানা গেছে কিছুদিন আগে লঞ্চঘাট থেকে রূপাতলি আসার পথে দুইজন ছেলে ভুক্তভোগী ঐ ছাত্রীর সাথে অটো তে উঠেছিলো এবং আসার পথে তারা তাকে বিরক্ত করে। তাদের কথায় রেসপন্স না করায় গা ঘেঁষে বসে বিভিন্ন ভাবে হেনস্তা করার চেষ্টা করে। এরপর একদিন ক্যাম্পাসে দেখে ইমনকে চিনতে পারে। এবং এ নিয়ে তাকে জিজ্ঞেস করা হলে সে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে এবং খুবই নোংরা ব্যবহার করে। পরে ইমন ভুক্তভোগী ছাত্রীকে বিভিন্নভাবে হুমকি দেয়।
এ নিয়ে ভুক্তভোগী ছাত্রী জানান," আমি এর যথাযথ বিচার চাই। আমার মতো আর কোনো মেয়েকে যেন এ লজ্জাজনক ঘটনার সম্মুখীন না হতে হয়। "
নাম প্রকাশ না করার শর্তে আরেক ভুক্তভোগী শিক্ষার্থী জানান, "এই ছেলে আমাকে প্রথমে নক করে কথা বলার চেষ্টা করে, আমি ইগনোর করার চেষ্টা করলে আমাকে বলে সে আমাকে অনেক পছন্দ করে। আমি মানা করে দিলেও সে নানা ভাবে আমাকে নক করতো, আমি রিপ্লাই করা বন্ধ করে দেই এবং আইডি রেস্ট্রিক্টেড করে দেয়। এরপর আমার আর কোন সমস্যা হয়নি কিন্তু এখন দেখছি শুধু আমাকে না এরকম অনেকেই সে নক করে ডিস্টার্ব করে। এটা একধরনের ভায়োলেশন। আমি চাই এই ছেলে তার কর্মের উপযুক্ত শাস্তি পাক।"
এ বিষয়ে অভিযুক্ত ইমন খুব সহজ সরলভাবেই মুঠোফোনে বলেন," আমার ভুল হইছে, আমি অনুতপ্ত। আমি অভিযোগকারীর নিকট ক্ষমা চাচ্ছি।"
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.রাহাত হোসেন ফয়সাল বলেন, "আমরা ভুক্তভোগীর কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি,বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।"
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর ।বুড়িমারী স্থলবন্দর বিজিবি চেকপোস্ট এ পণ্য খালাসবাহী ট্রাকে ২৭২ কেজি সীসা ও ঔষধসহ ভারতীয় ট্রাকচালককে আটক...
-
মাসুদ রেজা ফয়সালঃআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার বামনা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের...
-
আবু তাহের, সদর উপজেলা (যশোর) প্রতিনিধি:যশোরে সিটি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহান (২৫)-এর ওপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার ঘটনা...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।সাহিত্য জাতির পুষ্টি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সৈয়দপুরে অনুষ্ঠিত হলো “নারীর ক্ষমতায়ন ও বৈষয়িক যাপন” শীর্ষক গবেষণামূলক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!