- প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫ ০৮:৪২ পিএম
বোরহানউদ্দিনে ইউএনও এর নেতৃত্ব অভিযান ৬ জেলে আটক,জরিমানা ও জাল জব্দ
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামানের নেতৃত্বে তেতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করে ৬ জন জেলেকে আটক করা হয়েছে এবং ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে ৬ ৬ জনকে আটক করা হয়।পরে মা ইলিশ সংরক্ষণ ও মৎস্য রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারায় এ জরিমানা করা হয়। যাদের জরিমানা করা হয়েছে- লালমোহনের মিছির খা (৫০) কে ৩ হাজার, নুর হোসেন (২৫) কে ৫ হাজার, মো. হারুন (৬০) কে ৩ হাজার, মো. নাছির (৩৫) কে ৫ হাজার, সুমন (২০) কে ৫ হাজার এবং বোরহানউদ্দিনের মো. এমরান হোসেন (২৫) কে ৫ হাজার টাকা। সর্বমোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া অভিযানে ২০,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা সহ উপজেলা মৎস্য বিভাগ ও থানা পুলিশের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান বলেন,জনস্বার্থে মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার,বরগুনা: বরগুনার বেতাগী উপজেলায় কাউনিয়া কলেজে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বেতাগী উপজেলার ৫নং বুড়ামজুমদার...
-
ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পরিবহন ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা ও সংকট বিরাজ করছে বলে অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের কাছ থেকে। প্রায়...
-
ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিনকে নিয়ে...
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ৩ দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে গোপালগঞ্জের সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!