শিরোনামঃ

বামনায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর গণসংযোগ



মাসুদ রেজা ফয়সাল:

১০৯-বরগুনা-২ (বামনা–পাথরঘাটা–বেতাগী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহম্মেদ শনিবার (৪/১০/২০২৫ তারিখ) বামনা উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন।


চলাভাঙ্গা দরবার শরীফে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিনব্যাপী গণসংযোগ কর্মসূচির সূচনা করেন তিনি। পরে চলাভাঙ্গা লঞ্চঘাট, গুদিঘাটা বাজার, উত্তর কাকচিড়া বাজার, রামনা বৈকালীন বাজার, রামনা লঞ্চঘাট গান সংযোগ শেষে খোলপটুয়া বাজারে পথসভা করেন।

খোলপটুয়া বাজার থেকে ঘোপখালী বাজারে গণসংযোগ শেষে তিনি উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।


এ সময় তার সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামের সাবেক জেলা আমির আবু জাফর মো. সালেহ, বরগুনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসান, বামনা উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মো. সাইদুর রহমান, সেক্রেটারি সাইফুল্লাহ মানসুর, উপজেলা যুব জামাতের সভাপতি ডা. তালহা জুবায়েরসহ জামায়াতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?