শিরোনামঃ

বামনায় গলায় ফাস দিয়ে আত্নহত্যা


স্টাফ রিপোর্টারঃ

 বরগুনার বামনা উপজেলার  লক্ষিপুরা গ্রামের আঃ মতিনের ছেলে মোঃ শাহাদাৎ হোসেন ( ৪০)আজ শুক্রবার সকালে ফ্যানের সাথে গলায়  ফাস দিয়ে আত্নহত্যা করেছে।

ঘটনাসূত্রে জানাযায় শাহাদাৎ তার রুমের দরজা আটকিয়ে প্রতিদিনের মত ঘুমায় সকাল আটটায়ও তার রুমের দরজা না খুললে পরিবারের  ও বাড়ীর লোকজন জানালা দিয়ে দেখতে পায় সে ফানের সাথে ঝুলছে। বাড়ী ও পরিবারের লোকজন জানালা ভেঙ্ঘে প্রবেশ করে ঝুলান্ত অবস্হা থেকে  তারে নামালে তাকে মৃত অবস্হায় পায়।

বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশীদ জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য  বরগুনার মর্গে পাঠানো হয়েছে। এবং থানায় একটি অপমৃত দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?