- প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫ ১০:১০ এএম
আগৈলঝাড়ায় নতুন সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ
বরিশালের আগৈলঝাড়া উপজেলায়
গণমাধ্যমকর্মীদের পেশাগত মানোন্নয়ন ও স্থানীয় সাংবাদিকতার উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করে যাত্রা শুরু করেছে "আগৈলঝাড়া মডেল প্রেসক্লাব" নামে নতুন আরও একটি সাংবাদিক সংগঠন। শনিবার (১লা নভেম্বর-২৫) কমিটি গঠনের মধ্য দিয়ে এই নতুন সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।
সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, ১৪ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। এতে আকাশ মাহামুদ (রুবেল)-কে সভাপতি এবং মোঃ রাছেল হাওলাদার-কে সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে মনোনীত করা হয়েছে। উপদেষ্টা হিসেবে রয়েছেন, মোঃ অহিদুজ্জামান(নিলু), মোঃ ইদ্রিস হাওলাদার, মোঃ ইউনুস আলী ফকির।
নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ রয়েছেন,
সিনিয়র সহ সভাপতি মোঃ সাজ্জাদ হাওলাদার, সহ সভাপতি মোঃ ফারুক আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী আসরাফ, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন, কোষাধ্যক্ষ শাহাদাৎ হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ নাদিম সরদার, প্রচার সম্পাদক এমদাদুল হক জুয়েল, আইটি তথ্য বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন মোল্লা, নির্বাহী সদস্য মোঃ বেল্লাল ফকির, কাজী মনিরুজ্জামান, মোঃ সোহেল সরদার।
কমিটি গঠনের পর নতুন সভাপতি আকাশ মাহামুদ বলেন, “আগৈলঝাড়া সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ করে স্থানীয় সংবাদ পরিবেশনকে আরও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল করাই আমাদের প্রধান লক্ষ্য। আশা করি আগৈলঝাড়া মডেল প্রেসক্লাব এই অঞ্চলের মানুষের নির্ভরতার প্রতীক হয়ে উঠবে।
সাধারণ সম্পাদক মোঃ রাছেল হাওলাদার বলেন, “এই প্রেসক্লাব হবে পেশাদার সাংবাদিকদের এক মিলনক্ষেত্র। সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে আমরা সমাজ ও দেশের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর।”
নতুন এই প্রেসক্লাবের যাত্রা প্রসঙ্গে লেখক ও সংগঠক সৈয়দ মাজারুল ইসলাম(রুবেল) বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। আগৈলঝাড়া মডেল প্রেসক্লাবের সাংবাদিকগণ অপসাংবাদিকতার ভিরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করুক সেটাই প্রত্যাশা রইলো।”
স্থানীয় সাংবাদিকগণ আশা করছেন, এই নতুন প্রেসক্লাবটি সাংবাদিকতার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্রুতই সংগঠনটি বৃহত্তর পরিসরে কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন কমিটির সদস্যরা।
এই বিভাগের আরো খবর
-
র্যালি ও আলোচনা সভায় সাংবাদিকদের মিলনমেলাবাকেরগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো বহুল প্রচারিত স্থানীয় দৈনিক বাংলাদেশ বানী পত্রিকার...
-
রিয়াজুল হক সাগর, রংপুর ।কার্তিকের মাঝামাঝি এসে সামনে অগ্রহায়ণে যখন কৃষকের মুখে হাসি ফোঁটার কথা, ঠিক তখনই উত্তরাঞ্চলে নেমেছে টানা...
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : কেক কাটা, আলোচনা সভা ও দুস্থঃ শিশুদরে মধ্যে খাবার বিতরনের মধ্য দিয়ে গোপালগঞ্জ ব্লাড ডোনেট গ্রুপের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!