শিরোনামঃ

৩ দফা দাবিতে গোপালগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি


স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ৩ দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে গোপালগঞ্জের সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি (পাঠদান বন্ধ) পালন করছে শিক্ষকরা।


এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ জেলার ৫ উপজেলার ৮৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।


আজ রোববার (০৯ নভেম্বর) সকালে জেলার সকল বিদ্যালয়ে কর্মবিরতি শুরু করে শিক্ষকরা। এসব বিদ্যালয়ে শিক্ষার্থীরা হাজির হলেও শিক্ষকরা ক্লাস না নিয়ে অফিস রুমে অবস্থান নেন। ক্লাস না হওয়ায় অনেক শিক্ষার্থী বাসায় ফিরে যান। শিক্ষকদের কর্মবিরতির ফলে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকেরা। ফলে উপজেলার সব বিদ্যালয়ে ক্লাস কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।


তবে এ বিষয়ে শিক্ষকরা ক্যামেরার সামনে বা পিছনে কোনই মন্তব্য করতে রাজি হননি।


দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও প্রাথমিকের শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রয়েছেন। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?