পরীক্ষা কেন্দ্র থেকে উত্তরপত্র নিয়ে পলায়ন করায় পরীক্ষার্থী বহিস্কার


পিরোজপুরের ইন্দুরকানীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্র থেকে উত্তরপত্র নিয়ে পলায়ন করায় এক পরীক্ষার্থীকে বহিস্কার এবং দায়িত্বরত দুই কক্ষ প্রত্যবেক্ষককে পরীক্ষার্থী অব্যাহতি  দিয়েছেন পরীক্ষা কমিটি। মঙ্গলবার উপজেলার এফ করিম আলিম মাদ্রসায় অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে।

জানা গেছে, পরীক্ষা শেষে ৫নং কক্ষের পরীক্ষার্থী ফারদিন খলিফা উত্তরপত্র জমা না দিয়ে নিয়ে পালিয়ে যায় বলে ওই কক্ষের কক্ষ প্রত্যবেক্ষক চঞ্চল কুমার হালদার কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। পরে ১০ কিলোমিটার দূরে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা গ্রামের ওই পরীক্ষার্থীর বাড়ী ধেকে উত্তরপত্রটি উদ্ধার করা হয়।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ জানান, পরীক্ষা শেষে একজন পরীক্ষার্থী উত্তরপত্র জমা না দিয়ে নিয়ে পালিয়ে গেছে এমন একটি অভিযোগ পাবার পর বিষয়টি বোর্ড চেয়ারম্যানকে জানানো হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই পরীক্ষার্থীর ফাইল থেকে উত্তরপত্রটি উদ্ধার করে। বোর্ডের নির্দেশে পরীক্ষার্থীকে বহিস্কার এবং ওই কক্ষে দায়িত্বপ্রাপ্ত ২ জন কক্ষ প্রত্যবেক্ষককে পরবর্তী পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

এ বিষয়ে কেন্দ্র সচিব সঞ্জীব কুমার সাহা জানান, পরীক্ষা শেষে একজন পরীক্ষার্থী উত্তরপত্র জমা না দিয়ে নিয়ে পালিয়ে গেছে এমন অভিযোগ পাবার পর আমি বিষয়টি বোর্ড কর্তৃপক্ষকে অবহতি করি। পরে বিশেষ অভিযান চালিয়ে ওই পরীক্ষার্থীর বাড়ি থেকে উত্তরপত্র উদ্ধার করে ওই পরীক্ষার্থীকে বহিস্কার এবং ওই কক্ষে দায়িত্বপ্রাপ্ত ২ জন কক্ষ প্রত্যবেক্ষককে পরবর্তী পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?