- প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫ ০৯:৩১ পিএম
যশোরে পারিবারিক কলহে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
আবু তাহের, সদর উপজেলা (যশোর) প্রতিনিধি:
যশোর সদরের বসুন্দিয়ার গাইদগাছি হাফিজুর মোড়লের স্ত্রী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৯টায় নিজ গৃহ সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না প্যাঁচানো দুই সন্তানের জননী সোনিয়া বেগমের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।
বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফজলুল হক জানান সকালে কুয়েত প্রবাসী স্বামী হাফিজুর মোড়লের সাথে পারিবারিক কলহের জেরে ফোনালাপে কথা কাটাকাটির পরে নিজ গৃহে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সোনিয়া বেগম।
ইউপি সদস্য আবদুল কাদের বলেন, বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী সোনিয়া বেগম বাড়িতে কাঁথা সেলাই করছিল, তখন সময় 8:29 মিনিট। স্ত্রী সোনিয়ার ফোন রিসিভ না হয় কুয়েত প্রবাসী হাফিজুর মোড়ল পিতা সয়ির মোড়ল এর ফোনে কল দেন এবং স্ত্রীর সাথে কথা বলতে চাইলেন ৮:৩৪ মিনিটের সময় সোনিয়া বেগম স্বামীর সাথে দুই মিনিটে কথা না করেই নিজের শোবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পুত্রবধূকে দরজা বন্ধ করতে দেখে শশুরের সন্দেহ হয়। এরপর তিনি জানালা দিয়ে দেখেন সোনিয়া বেগম গলায় ফাঁস দিয়ে সিলিং ফ্যানে ঝুলছে। তখন চিল্লাপাল্লা করে লোকজন ডাকতে থাকেন। তার ডাকে প্রতিবেশী অহেদুজ্জামান মোড়ল, দেবর জিয়া মোড়ল সহ কয়েকজন ঝুলন্ত অবস্থায় দেখে সোনিয়া বেগমকে বাঁচাতে দরজা ভাঙ্গার চেষ্টা করেন। বড় কাঠ দিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে ৯টা ৩মিনিটে সোনিয়া বেগমের ঝুলন্ত দেহ উদ্ধার করে বসুন্দিয়া মোড়ের গ্রাম্য ডাক্তারদের শরণাপন্ন হয়। কিন্তু ততক্ষণে সোনিয়া বেগমের মৃত্যু ঘটেছে। প্রবাসী হাফিজুর মোড়ল ও সোনিয়া বেগমের ১১ বছর বয়সের মিরাজুল ইসলাম এবং ৪ বছর বয়সী তাহসিন নামে দুজন পুত্র সন্তান রয়েছে ।
বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফজলুল হক সুরতহাল তদন্ত করেন। বিকালে মৃতদেহ যশোর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যান।
ময়না তদন্ত শেষে সন্ধ্যা সাতটায় মৃতের লাশ বাড়িতে ফিরিয়ে আনা হয়। মৃত সোনিয়া বেগমের বাবা মিজানুর গাজী অভয়নগরের মডেল কলেজ এলাকার বাসিন্দা।
পারিবারিক সিদ্ধান্তক্রমে রাত 9 টায় হাফিজুর মডেলের পারিবারিক গোরস্থানে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার,বরগুনা: বরগুনার বেতাগী উপজেলায় কাউনিয়া কলেজে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বেতাগী উপজেলার ৫নং বুড়ামজুমদার...
-
ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পরিবহন ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা ও সংকট বিরাজ করছে বলে অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের কাছ থেকে। প্রায়...
-
ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিনকে নিয়ে...
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ৩ দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে গোপালগঞ্জের সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!