- প্রকাশিত: ২৯ জুন ২০২৫ ০৯:১১ পিএম
যবিপ্রবিতে লিঙ্গ সমতা ও সামাজিক অন্তর্ভুক্তির কর্মপরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি:
পুরুষ, নারী, তৃতীয় লিঙ্গসহ সকল লিঙ্গের মানুষের সমতা নিশ্চিতকরণ ও সামাজিক অন্তর্ভুক্তির কর্মপরিকল্পনা নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. হোসেন আল মামুন।
২৯ জুন (রোববার) বেলা সাড়ে ১২ টায় যবিপ্রবির ভার্চুয়াল ক্লাসরুমে “ ওরিয়েন্টেশন অন জেন্ডার ইকুয়িটি অ্যান্ড সোসিয়াল ইনক্লুশন অ্যাকশন প্লান” শীর্ষক কর্মশালা আয়োজন করে যবিপ্রবির ইমপ্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটয়্যার ইঞ্জিনিয়ারিং টারসিয়ারি এডুকেশন প্রজেক্ট (আইসিএসইটিইপি)।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, এই কর্মপরিকল্পনা শুধু একটি নীতিগত দলিল নয়, বরং এটি বাস্তবসম্মত পরিবর্তনের রুপরেখা। আমরা চাই সমাজের সবাই যেন মর্যাদাপূর্ণ জীবনে প্রবেশের সুযোগ পায়। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও প্রশাসনে সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত ও নীতিনির্ধারণে প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব বৃদ্ধি করতে পারলে দেশ ও জাতি এগিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের অধ্যাপক ও আইসিএসইটিইপির পিইইউ ড. মো. আলম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. কামরুল ইসলাম। কর্মশালায় উপস্থিত ছিলেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. নাজমুল হোসেন, ড. মোহাম্মদ নওশীন আমিন শেখ, আইসিএসইটিইপির প্রশিক্ষক ও বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তাবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
।বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে যশোরের জুলাই শহীদ আব্দুল্লাহ -বেনাপোল, জাবির- ঝিকরগাছা ও আলামিন- চৌগাছা এর পরিবারের সাথে সৌজন্য...
-
হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি : কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও বালাগঞ্জ উপজেলা কৃষি অফিস এর উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠন...
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : টানা প্রবল বর্ষণের ফলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। ইতিমধ্যে একটি সড়ক...
-
ভোলা প্রতিনিধি।।ভোলার লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষক পরিবারের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। নীলকমল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!