যবিপ্রবিতে লিঙ্গ সমতা ও সামাজিক অন্তর্ভুক্তির  কর্মপরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত



 যবিপ্রবি প্রতিনিধি:


পুরুষ, নারী, তৃতীয় লিঙ্গসহ সকল লিঙ্গের মানুষের সমতা নিশ্চিতকরণ ও সামাজিক অন্তর্ভুক্তির কর্মপরিকল্পনা নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. হোসেন আল মামুন।


২৯ জুন (রোববার) বেলা সাড়ে ১২ টায় যবিপ্রবির ভার্চুয়াল ক্লাসরুমে “ ওরিয়েন্টেশন অন জেন্ডার ইকুয়িটি অ্যান্ড সোসিয়াল ইনক্লুশন অ্যাকশন প্লান” শীর্ষক কর্মশালা আয়োজন করে যবিপ্রবির ইমপ্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটয়্যার ইঞ্জিনিয়ারিং টারসিয়ারি এডুকেশন প্রজেক্ট (আইসিএসইটিইপি)।


প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, এই কর্মপরিকল্পনা শুধু একটি নীতিগত দলিল নয়, বরং এটি বাস্তবসম্মত পরিবর্তনের রুপরেখা। আমরা চাই সমাজের সবাই যেন মর্যাদাপূর্ণ জীবনে প্রবেশের সুযোগ পায়। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও প্রশাসনে সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত ও নীতিনির্ধারণে প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব বৃদ্ধি করতে পারলে দেশ ও জাতি এগিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।


কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের অধ্যাপক ও আইসিএসইটিইপির পিইইউ ড. মো. আলম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. কামরুল ইসলাম। কর্মশালায় উপস্থিত ছিলেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. নাজমুল হোসেন, ড. মোহাম্মদ নওশীন আমিন শেখ, আইসিএসইটিইপির প্রশিক্ষক ও বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তাবৃন্দ।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?