শিরোনামঃ

যবিপ্রবিতে ফার্মেসী বিভাগের ক্রীড়া সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


যবিপ্রবি প্রতিনিধি 


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফার্মেসী বিভাগ কর্তৃক আয়োজিত ক্রীড়া সপ্তাহের সমাপনী ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (১ লা নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ফার্মেসী বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. কিশোর মজুমদারের সভাপতিত্বে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত আয়োজিত এই ক্রীড়া সপ্তাহে অংশ নেয় উক্ত বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীরা ।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।


পুরস্কার বিতরণী পর্বে ফুটবল চ্যাম্পিয়ন "ডোপামিন ডিটক্স"  সদস্যদের হাতে ট্রফি তুলে দেন যবিপ্রবি উপাচার্য। ক্রীড়া সপ্তাহে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতাগুলো হলো ফুটবল, দাবা, ক্যারাম, কার্ড, লুডু, ই-স্পোর্টস, পিলো পাছিং, বল থ্রোইং এবং শিশুদের জন্য বিস্কুট দৌঁড় ও অঙ্ক দৌঁড় প্রতিযোগিতা।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?