শিরোনামঃ

যবিপ্রবি সাংবাদিক সমিতির বর্ষসেরা ফিচার প্রতিবেদক রাইজিংবিডির ইমদাদুল



যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) বর্ষসেরা ফিচার প্রতিবেদক হয়েছেন রাইজিংবিডির যবিপ্রবি প্রতিনিধি মোঃ ইমদাদুল ইসলাম। বর্তমানে ইমদাদুল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের গ্যালারিতে সংগঠনটির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক জনাব ফারুক ওয়াসিফ।


এছাড়া একই অনুষ্ঠানে বর্ষসেরা প্রতিবেদক হয়েছেন দৈনিক রূপালি বাংলাদেশের প্রতিনিধি তানভীর খন্দকার এবং বর্ষসেরা উদীয়মান প্রতিবেদক দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মোঃ ইমরান হোসাইন।পাশাপাশি যবিপ্রবিসাসের নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় ।


পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে ইমদাদুল ইসলাম বলেন, এই সম্মান আমার একার নয়, এটি আমাদের পুরো ক্যাম্পাস সাংবাদিকতা অঙ্গনের। সহকর্মী, পাঠক, শিক্ষক ও বন্ধুদের সহযোগিতা ছাড়া এই পথ এতটা সহজ নয়। ক্যাম্পাস সাংবাদিকতা শুধু খবর প্রকাশ নয়, বরং ছাত্রজীবনের সংগ্রাম, স্বপ্ন ও বাস্তবতার প্রতিচ্ছবি। প্রতিটি লেখার মাধ্যমে আমি সত্য, ন্যায় ও শিক্ষার্থীদের কণ্ঠস্বর তুলে ধরার চেষ্টা করি। এই পুরস্কার আমাকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে। আমি বিশ্বাস করি, কলমের শক্তি সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার। তাই আগামী দিনগুলোতেও আমি সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে নিরলসভাবে কাজ করে যাবো।”


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, সাংবাদিকরা হলো সমাজ ও রাষ্ট্রের চোখ। এই চোখ সত্য দেখলে ও সত্য প্রকাশ করলে সমাজ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা এগিয়ে নিতে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ প্রয়োজন। তাদের উচিত আমাদের দোষ-গুণ তুলে ধরা, যাতে প্রশাসনিক কাজে স্বচ্ছতা আসে। আমরা চাই দুর্নীতিমুক্ত দেশ গড়তে, আর এই পথপ্রদর্শক হবে তরুণ সাংবাদিকরাই।


অনুষ্ঠানে মুখ্য আলোচক ফারুক ওয়াসিফ বলেন, বাংলাদেশ এখনো নেতৃত্ব সংকটে পিছিয়ে আছে। তরুণ প্রজন্ম সামনে না আসা পর্যন্ত দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। সংবাদ মানেই সত্য ও তথ্যনির্ভর উপস্থাপন এটাই সাংবাদিকতার মূল শর্ত। আজ সাংবাদিকতা ফিফথ স্টেট-এ পরিণত হলেও এর বড় অংশই এখন সোশ্যাল মিডিয়ায়। তাই ক্যাম্পাস সাংবাদিকদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ রাখা জরুরি। পত্রিকার পাঠক কমলেও সোশ্যাল মিডিয়া নতুন সুযোগ তৈরি করেছে, যা পরিচিতি বাড়ানোর পাশাপাশি আয়েরও মাধ্যম হতে পারে।


অনুষ্ঠানে যবিপ্রবিসাসের সভাপতি মোঃ ওয়াশিম আকরাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল মামুন এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান। সঞ্চালনা করেন যবিপ্রবিসাসের সাধারণ সম্পাদক এ টি এম মাহফুজ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, শিক্ষক, হল প্রভোস্ট, দপ্তর প্রধানসহ সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ এবং বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?