- প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬ ০৫:০৯ পিএম
যারা বিএনপি ও বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করবে, ভোট চাইবে তারা বিএনপি ও তারেক রহমানের শত্রু-গোপালগঞ্জ জেলা বিএনপি নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : যারা বিএনপি ও বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করবে, ভোট চাইবে তারা বিএনপির শত্রু, দলের চেয়ারম্যান তারেক রহমানের শত্রু। দেশের ভোটারদের অর্ধেক হলো নারী ভোটার। দ্রুত নারী সমাবেশ করতে হবে।
আজ সোমবার (১২ জানুয়ারী) দুপুরে গোপালগঞ্জ শহরের পাঁচুড়িয়া পৌর সুপার মার্কেটের তিন তলায় সদর উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিএনপি নেতৃবৃন্দ এসব কথা বলেন।
তারা বলেন, বিএনপির প্রার্থীর বাইরে কোন প্রার্খীর পক্ষে কাজ করা যাবে না। বিএনপির বাইরে যারা ভোট চাইবেন তাদের বর্জন করতে হবে। দ্রুত গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়নের বিএনপির কায্যালয় নেয়া হবে। সেই সব অফিস থেকে দলীয় ও নির্বাচণ কায্যক্রম পরিচালিত হবে।
সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান, গোপালগঞ্জ-০২ আসনের বিএনপি প্রার্থী ডা. কে এম বাবর, জিয়াউল কবীর বিপ্লবনহ দলীয় নেতৃবৃন্দ ও সদর উপজেলার ২১ ইউনিয়নের বিএনপি প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও আলোচনা সভায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।রংপুরে মধ্যপানে (রেকটিফায়েড স্পিরিট) দুইজন মাদক সেবী মারা গেছে। এ সময় মাদক ব্যবসার অভিযোগে একজনকে গ্রেফতার করে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!