- প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬ ০৭:৩৬ পিএম
তথ্য অধিকার নিশ্চিতকরণে করণীয় নিয়ে বরিশালে সভা
তথ্য অধিকার নিশ্চিতকরণে করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। লাল সবুজ সোসাইটি’র উদ্যোগে, দ্য এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর অর্থায়নে “তথ্য অধিকার নিশ্চিতকরণে করণীয়” শীর্ষক একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় তথ্য অধিকার আইন বাস্তবায়ন, সরকারি তথ্য প্রাপ্তিতে নাগরিকদের অধিকার, সংশ্লিষ্ট দপ্তরসমূহের দায়িত্ব এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, তথ্য অধিকার নিশ্চিত হলে সুশাসন শক্তিশালী হয় এবং রাষ্ট্র ও নাগরিকের মধ্যকার আস্থা বৃদ্ধি পায়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মহসিনা হোসেন বলেন, “সময় এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা এখনো প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। তথ্যকে মানুষের কাছে সহজলভ্য করতে উঠান বৈঠক, লিফলেট বিতরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক পেজের কার্যকর ব্যবহার জরুরি।”
সহকারী তথ্য অফিসার মৃদুল চৌধুরী বলেন, “তথ্য অধিকার আইন একটি ব্যতিক্রমধর্মী ও প্রভাবশালী আইন। এটি সরকার কর্তৃক প্রণীত হলেও জনগণ সরাসরি এই আইন ব্যবহার করতে পারে। তথ্য চাইলে প্রশাসন তা দিতে বাধ্য।”
সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি সাজ্জাদ পারভেজ তথ্য অধিকার বাস্তবায়নে দপ্তরগুলোর দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
প্রজেক্ট অফিসার মোমেনা সিফা রুমকি সভার লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যতে এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগ অব্যাহত রাখার কথা জানান।
নির্বাহী পরিচালক শুভঙ্কর চক্রবর্তী তথ্য অধিকার আইনকে তৃণমূল পর্যায়ে কার্যকর করতে নাগরিক সমাজ ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তার কথা বলেন।
সভায় সরকারি দপ্তরের প্রতিনিধি, তথ্য অধিকারকর্মী, সুশীল সমাজের সদস্য, শিক্ষক, যুব সংগঠন, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। আলোচকরা তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্ষমতা জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেন।
সভা থেকে প্রাপ্ত সুপারিশের মধ্যে ছিল—
তথ্য অধিকার বিষয়ে তৃণমূল পর্যায়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহার, তথ্য প্রদানকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ বৃদ্ধি এবং নাগরিকদের তথ্য আবেদন প্রক্রিয়া সম্পর্কে আরও সক্রিয়ভাবে অবহিত করা।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও আলোচনা সভায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।রংপুরে মধ্যপানে (রেকটিফায়েড স্পিরিট) দুইজন মাদক সেবী মারা গেছে। এ সময় মাদক ব্যবসার অভিযোগে একজনকে গ্রেফতার করে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!