শিরোনামঃ

নারীবান্ধব দুর্যোগ সুরক্ষা ও নেতৃত্ব উন্নয়নে বরগুনায় উইলি প্রকল্পের গুরুত্বপূর্ণ সভা



সোহাগ হাওলাদার,বরগুনা:

দুর্যোগকালীন সময়ে নারীদের বিশেষ চাহিদা, সুরক্ষা ও অংশগ্রহণ নিশ্চিত করতে নারীবান্ধব সাইক্লোন সেন্টারের অভাব, যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা, পর্যাপ্ত স্বাস্থ্যসেবা না থাকা এবং সরকারি বিভিন্ন সেবা সম্পর্কে তথ্য ঘাটতির বিষয়গুলো চিহ্নিত করে করণীয় নির্ধারণের লক্ষ্যে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে ‘উইমেন লিড ইন ইমারজেন্সিস (উইলি)’ প্রকল্পের জেলা পর্যায়ের স্টিয়ারিং কমিটির সভা। 


সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রুপকুমার পাল, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোজাম্মেল হক এবং বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান। এ ছাড়া সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ উইলি প্রকল্পের কর্মএলাকার সুবিধাভোগী নারী দলের প্রতিনিধিরা সভায় অংশ নেন। 


সভায় কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল কো-অর্ডিনেটর (জেন্ডার) প্রমা ইসরাত উইলি প্রকল্পের আওতায় পরিচালিত গবেষণা থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। একই সঙ্গে প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার শুক্লা মুখার্জ্জী প্রকল্পের অগ্রগতি ও চলমান কার্যক্রম সম্পর্কে সভাকে অবহিত করেন। আলোচনায় নারী দলের প্রতিনিধিরা দুর্যোগকালীন সময়ে নারীদের বিভিন্ন বাস্তব সমস্যার কথা তুলে ধরেন। তারা জানান, পুরুষের তুলনায় সমান মূল্যায়ন না পাওয়া এবং সিদ্ধান্ত গ্রহণে নারী নেতৃত্বের ঘাটতির কারণে নারীরা পিছিয়ে পড়ছেন। অনেক এলাকায় এখনও নারীবান্ধব সাইক্লোন সেন্টার নেই। পাশাপাশি দুর্যোগের সময় নিরাপদ পানি, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা ও সরকারি সহায়তা সম্পর্কে সঠিক তথ্য না থাকায় নারীরাই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন।

এসব সমস্যা সমাধানে জেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগ এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর কার্যকর ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা। 


এ বিষয়ে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রুপকুমার পাল বলেন, পিছিয়ে পড়া ও ঝুঁকিপূর্ণ নারীদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতা নিশ্চিত করা হবে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস বলেন, “নারী উন্নয়নের জন্য নারী নেতৃত্বের পাশাপাশি সন্তানদের শিক্ষিত করাও অত্যন্ত জরুরি। সরকারি সব ধরনের শিক্ষা ও সামাজিক সুরক্ষা সুবিধা গ্রহণ নিশ্চিত করতে হবে।” তিনি আরও বলেন, সভায় উত্থাপিত সমস্যাগুলো সংশ্লিষ্ট সরকারি দপ্তরের মাধ্যমে সমন্বয় করে বাস্তবসম্মত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

প্রসঙ্গত, বেসরকারি উন্নয়ন সংস্থা জাগো নারী’র বাস্তবায়নে কেয়ার বাংলাদেশের সহযোগিতায় এবং এজেন্সি ফ্রান্সিস ডি ডেভেলপমেন্ট (এএফডি)’র আর্থিক সহায়তায় ‘উইমেন লিড ইন ইমারজেন্সিস (উইলি)’ প্রকল্পটি বরগুনা সদর, তালতলী ও পাথরঘাটা উপজেলার আয়লাপাতাকাটা, ছোটবগি এবং পাথরঘাটা সদর ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?