- প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫ ০৮:৩৬ পিএম
ভোলা ২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হাফিজ ইব্রাহিম’র মনোনয়ন পত্র দাখিল
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ভোলা-২ আসনে মনোনয়ন ফরম দাখিল করেছেন দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যনির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিম। রবিবার (২৮ ডিসেম্বর) সকালে হাফিজ ইব্রাহিমের পক্ষে দলীয় নেতা-কর্মীরা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন’র কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
২৮ ডিসেম্বর রবিবার সকালে হাফিজ ইব্রাহিমের পক্ষে দলীয় নেতা-কর্মীরা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন’র কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির প্রার্থীর নির্বাচনের সমন্বয়ক বিএনপি নেতা মো আকবর হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুর রহমান বাচ্চু,উপদেষ্টা আল ইমরান খোকন,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সরোয়ার আলম খাঁন, বিএনপির সদস্য সচিব এডভোকেট কাজী মোঃ আজম,যুগ্ম আহবায়ক কাজী শহিদুল আলম নাছিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির,কাজী ইকবাল প্রমুখ।
এদিকে মনোনয়ন পত্র দাখিলের পূর্বে সাবেক সাংসদ আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের বাসভবনে (কুড়ালিয়া) হাউজে দেশ জাতির শান্তি কামনা করে দোয়া মুনাজাত করা হয়। উল্লেখ্য, ভোলা-২ আসনের বোরহানউদ্দিন উপজেলায় ভোট ২ লাখ ২৯ হাজার ৫শ’ ১১ জন। আর দৌলতখান উপজেলায় ১ লাখ ৬৪ হাজার ৫শ’ ৬৮ জন। দুই উপজেলায় সর্বমোট ভোটার ৩ লাখ ৯৪ হাজার ৭৯ জন। মোট ভোট কক্ষের সংখ্যা বোরহানউদ্দিনে ৫শ’ ৮টি, দৌলতখানে ৩শ’ ৩৩টি।
এই বিভাগের আরো খবর
-
বরিশাল প্রতিনিধি :বরিশাল নগরীর ফকির বাড়ী রোডে অবস্থিত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোতয়ালী মডেল...
-
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী প্রতিনিধি:বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলাজুড়ে নেমে এসেছে গভীর...
-
সোহাগ হাওলাদার, বরগুনা:নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বরগুনার পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩১ ডিসেম্বর) রাতে বরগুনা-২...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি সারা দেশের তুলনায় গলাচিপা য় সর্বনিম্ব তাপমাত্রায় তীব্র শীত ও শৈত্যপ্রবাহে বিপাকে পড়া মানতা জনগোষ্ঠীর অসহায়...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!