শিরোনামঃ

সৈয়দপুরে অনুষ্ঠিত হলো নারীর ক্ষমতায়ন ও বৈষয়িক যাপন সেমিনার


রিয়াজুল হক সাগর, রংপুর।


সাহিত্য জাতির পুষ্টি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সৈয়দপুরে অনুষ্ঠিত হলো “নারীর ক্ষমতায়ন ও বৈষয়িক যাপন” শীর্ষক গবেষণামূলক সেমিনার। দীর্ঘদিন মাঠ পর্যায় গবেষণার পর এ গবেষণামূলক সেমিনারে উঠে আসে অবিস্মরণীয় এবং অভাবনীয় নারীদের উন্নতির গল্প এবং সেইসাথে গল্পের পিছনের গল্প।

৬ নভেম্বর-২০২৫খ্রিস্টাব্দে সাহিত্যাঙ্গন বাংলাদেশ’র আয়োজনে ও নিভৃতচারী নারী গবেষকের সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠিত সেমিনারে অংশ নেন সৈয়দপুরের ৫০ জন নারী। এবং তাদের মাঝে পাঁচটি জেলা থেকে আগত ১২জন নারী গবেষক ৬ ঘণ্টাব্যাপী সেমিনারে বক্তব্য প্রদান করেন। সাহিত্যাঙ্গন বাংলাদেশ’র সভাপতি কবি ও গবেষক অধ্যক্ষ সৈয়দা রুখসানা জামান শানুর সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলঙকরণ করে বক্তব্য প্রদান করেন আবৃত্তিশিল্পী ও গবেষক অধ্যক্ষ রেজিনা সাফরীন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাহিত্যাঙ্গন বাংলাদেশ রংপুর জেলা কমিটির সভাপতি কবি ও গবেষক অধ্যক্ষ(সা)শাহিদা মিলকি, সাহিত্যাঙ্গন বাংলাদেশ দিনাজপুর জেলা কমিটির সভাপতি ও দৈনিক উত্তর বাংলা সংবাদপত্রের নির্বাহী সম্পাদক ও গবেষক জিনাত রহমান, সাহিত্যাঙ্গন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি কবি ও গবেষক দিল আরা রুমী, লেখক ফাহমিদা আফরোজ জাহান, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সভাপতি মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কমিটি কবি নাসরিন নাজ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ও কবি এবং গবেষক অদিতি রায়, নারী উদ্যেক্তা ফারহাত পারভীন এবং এ্যাডভোকেট নাজনীন পারভীন। দিনব্যাপী সেমিনার সঞ্চালনা করেন আদ-দীন মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্তুথ বর্ষের ছাত্রী সৈয়দা মাহনুর হোসেন মাহী।                                                                        বক্তব্যের সূচনালগ্নে সকল অতিথিগণকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। 

গবেষকদের বক্তব্যে উঠে আসে-নারী কিভাবে শিক্ষা ও সচেতনতায় নিজে সমৃদ্ধ হবে এবং অন্যকে সম্পৃক্ত করবে।  কীভাবে নারী সামাজিক মর্যাদার জায়গায় পৌঁছাবে।

 আর যদি সামাজিক মর্যাদার আসনে না পৌঁছায় তবে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন কীভাবে হবে।

 নারী সামাজিক মর্যাদার আসনে যদি না পৌঁছায় তবে রাজনৈতিক ও অর্থনৈতিক অংশগ্রহণ ব্যর্থতায় রুপ নেবে।

বৈষয়িক যাপন কীভাবে করবে যদি নারীর বৈষয়িক অর্থাৎ জাগতিক জ্ঞান যদি না থাকে, তাহলে সম্ভবই নয় নিজের নিরাপত্তা এবং সম্পদের নিরাপত্তা প্রদান করা। অনেক নারীর জাগতিক জ্ঞান থাকা সত্ত্বেও বিষয় বস্তুর ওপর প্রয়োজনীয় কৌশল না থাকায় পরিচালনা সম্ভব হচ্ছে না।

গবেষকগণ আরো বলেন, প্রতিটি বিষয়ের ওপর নারীকে জ্ঞান অণে¦ষনের মাধ্যমে সমৃদ্ধ হতে হবে এবং বাস্তবতার নিরীক্ষে এগিয়ে তা অর্জন করতে হবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?