- প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৬ ১০:২৫ পিএম
রংপুর ৩ সদর, রংপুর ৪ পীরগাছা-কাউনিয়া ১৪ প্রার্থী বৈধ
রিয়াজুল হক সাগর, রংপুর।
রংপুর-৩ (সদর) ও রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে মনোনয়নপত্র যাচাই শেষে ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তথ্যে একইসঙ্গে এদুটি আসনে ১৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিধি মোতাবেক প্রতিটি প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।
এসময় প্রার্থী, সমর্থক, প্রস্তাবকারী, জেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, দুদক কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রংপুর-৩ আসনে বাতিল হওয়া প্রার্থীরা হলেন–বিএনপির মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান, বাসদের আনোয়ারুল ইসলাম বাবলু ও খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল।
এদিকে, বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ’র আব্দুল কুদ্দুছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমিরুজ্জামান পিয়াল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সামসুজ্জামান সামু, জাতীয় পার্টির জিএম কাদের, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাহবুবুর রহমান বেলাল, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. নূর আলম সিদ্দিক ও স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের মোছা. আনোয়ারা ইসলাম রানীকে।
অপরদিকে রংপুর-৪ আসনে বাতিল হওয়া প্রার্থীরা হলেন–স্বতন্ত্র প্রার্থী শাহ্ আলম বাশার, মো. জয়নুল আবেদিন ও জাতীয় পার্টির (আনিস-রুহুল) মো.আব্দুস ছালাম।
এ আসনে জাতীয়তাবাদী দল-বিএনপি’র মোহাম্মদ এমদাদুল হক ভরসা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী’র প্রগতি বর্মণ তমা, বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমা, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র আখতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের উজ্জল চন্দ্র রায়, জাতীয় পার্টির আবু নাসের শাহ্ মো. মাহবুবার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাহিদ হোসেনকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়।
রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল আহসান জানান, জেলার ছয়টি আসনের মধ্যে আজ সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত রংপুর-৩ ও ৪ আসনে দাখিলকৃত ২০ জন প্রার্থীর তথ্য যাচাই-বাছাই করা হয়েছে। রংপুর-৩ আসনে ১০ প্রার্থীর মধ্যে ৭ জন এবং রংপুর-৪ আসনে ৭ জন প্রার্থীকে চূড়ান্তভাবে বৈধ ঘোষণা করা হয়েছে।এ দুটি আসনে তিনজন করে মোট প্রার্থীর মনোনয়নপত্র বিধি মোতাবেক বাতিল করা হয়।
আদালতে আপিলের মাধ্যমে ওই প্রার্থীর বিষয়টি সংশোধন করার সুযোগ আছে বলেও জানান তিনি।
একই সময়ে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি আসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। আচারণবিধি লঙ্ঘন হলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের কথাও জানান জেলা রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসান।
জেলা রিটার্নিং কর্মকর্তা সূত্র জানা গেছে, রংপুরের সংসদীয় ছয়টি আসনে ৫৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে রংপুর-১ আসনে ৯ জন, রংপুর-২ আসনে ৫ জন, রংপুর-৩ আসনে ১০ জন, রংপুর-৪ আসনে ১০ জন, রংপুর-৫ আসনে ১১ ও রংপুর-৬ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
শনিবার রংপুর-৫ (মিঠাপুকুর) ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করবে জেলা রিটার্নিং কর্মকর্তা।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজ এর পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি সাংবাদিক জাহিদ রিপন আর...
-
রিয়াজুল হক সাগর, রংপুর । সারাদেশে( ৯ জানুয়ারি) প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিকে ঠাকুরগাঁও জেলার পৌরশহরের কালেক্টর পাবলিক স্কুল...
-
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।কেশবপুরে বিদ্যানন্দকাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড তেঘরি গ্রামের সাবেক মেম্বার হাসিয়ার রহমানের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক লোক ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!