- প্রকাশিত: ৩ আগস্ট ২০২৫ ০৭:৫২ পিএম
যবিপ্রবিতে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ ও প্রস্তুতির দিকনির্দেশনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি:
শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রতি আগ্রহী করা, উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্য আদান প্রদানসহ উচ্চশিক্ষা বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) “বিদেশে উচ্চশিক্ষার সুযোগ ও প্রস্তুতির দিকনির্দেশনা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষ, স্নাতকোত্তর ও ফুল ফান্ডেড স্কলারশিপ প্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রোববার( ০৩ আগস্ট) দুপুর ৩ টায় যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের গ্যালারীতে “রোড টু হায়ার স্টাডি অ্যাবরোড” শীর্ষক সেমিনার আয়োজন করে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, উচ্চশিক্ষায় গমন এবং উচ্চতর জ্ঞান অর্জন আমাদের প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করে। তোমরা বিশ্ব দরবারে আমাদের যবিপ্রবিকে নতুন মাত্রায় নিয়ে যাবে বলে আমি মনে করি। উচ্চশিক্ষা অর্জন করে তোমরা এই জাতিকে এগিয়ে নিয়ে যাবে এবং এই দেশ ও মাটির জন্য কাজ করবে।
সেমিনারে ফুল ফান্ডেড স্কলারশিপ প্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা তরুণ শিক্ষার্থীদের মাঝে তুলে ধরে।
সেমিনার শেষে বিকেল সাড়ে ৪ টায় উপাচার্যের সম্মেলন কক্ষে ফুল ফান্ডেড স্কলারশিপ প্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠান- ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফুল ফান্ডেড স্কলারশিপ প্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও শুভকামনা জানান যবিপ্রবি উপাচার্য। যবিপ্রবিতে প্রথমবারের মতো বিদেশগামী শিক্ষর্থীদের এধরনের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলী, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পুড়ে গেছে তিনটি পাটের গুদাম। এতে পুড়ে গেছে ১ হাজার ৭৭৫ মন...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজ এর পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি সাংবাদিক জাহিদ রিপন আর...
-
রিয়াজুল হক সাগর, রংপুর । সারাদেশে( ৯ জানুয়ারি) প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিকে ঠাকুরগাঁও জেলার পৌরশহরের কালেক্টর পাবলিক স্কুল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!