- প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৬ ০৫:৩০ পিএম
বহুমাতৃক গবেষণা বৈজ্ঞানিক অগ্রগতির জন্য অপরিহার্য: গোবিপ্রবি উপাচার্য
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেছেন, বহুমাতৃক গবেষণা ভবিষ্যৎ প্রজন্মের বিজ্ঞানীদের জন্য নিজেকে প্রস্তুত করার সুযোগ সৃষ্টি করে। এটি সৃজনশীলতা, সমালোচনাত্মক দৃষ্টি, নতুন চিন্তা কাঠামো তৈরি করে এবং অভিযোজন ক্ষমতার পাশাপাশি সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করে। যা দ্রুত পরিবর্তনশীল বৈজ্ঞানিক জগতে অত্যন্ত জরুরি।
আজ শুক্রবার (০৯ জানুয়ারি) সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) প্রথমবারের মতো দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইন সায়েন্সেস-২০২৬’ আয়োজন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এতে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
আজ শুক্রবার (০৯ জানুয়ারি) বিকালে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, আধুনিক বিশ্বে বৈজ্ঞানিক সমস্যাগুলো বিচ্ছিন্ন নয়। জলবায়ু পরিবর্তন, মহামারি, টেকসই জ্বালানি ও জনস্বাস্থ্যের মতো চ্যালেঞ্জগুলো স্বভাবগতভাবেই জটিল। ফলে নির্দিষ্ট বিষয়ের জ্ঞান দিয়ে এসব সমস্যাকে পুরোপুরি বোঝা বা সমাধান করা সম্ভব নয়। এখানেই বহুবিষয়ক গবেষণার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কাজেই আমাদের গবেষণার পরিসর বড়ো করতে হবে।
সম্মেলনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ প্রমুখ।
সম্মেলনে জমা পড়া দেশ-বিদেশের ২৭০টি গবেষণা প্রবন্ধের মধ্যে ১৪৮টি মৌখিক প্রেজেন্টেশন ও ১০৩টি পোস্টার প্রেজেন্টেশনের জন্য নির্বাচিত হয়। প্রথম দিনে ১৩টি মূল প্রবন্ধ (কি-নোট পেপার) উপস্থাপিত হয় এবং ৫টি প্লেনারি টক অনুষ্ঠিত হবে। এসব সেশনে দেশ-বিদেশের খ্যাতনামা বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করছেন। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পুড়ে গেছে তিনটি পাটের গুদাম। এতে পুড়ে গেছে ১ হাজার ৭৭৫ মন...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজ এর পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি সাংবাদিক জাহিদ রিপন আর...
-
রিয়াজুল হক সাগর, রংপুর । সারাদেশে( ৯ জানুয়ারি) প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিকে ঠাকুরগাঁও জেলার পৌরশহরের কালেক্টর পাবলিক স্কুল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!