- প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫ ০৪:০৬ পিএম
পিরোজপুরে জোয়ারের পানিতে নষ্ট আমনের বীজতলা আমনের মৌসুমে বীজ নিয়ে তারা দুশ্চিন্তায় আছেন কৃষক
পিরোজপুরে জোয়ারের পানিতে নষ্ট আমনের বীজতলা
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দু রকানী প্রতিনিধিঃপিরোজপুর জেলার ইন্দু রকানী উপজেলায় পানি আটকে অধিকাংশ আমনের বীজতলা নষ্ট হয়ে গেছে। বীজতলা নষ্ট হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। আমনের মৌসুমে বীজ নিয়ে তারা দুশ্চিন্তায় আছেন।
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ও আমাবস্যার প্রভাবে তিনদিন ধরে জোয়ারের অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়েছে, যার ফলে উপজেলার সবগুলো ফসলের মাঠে হাঁটু পানি জমে রয়েছে। জোয়ারের সময় পানি বাড়লেও, ভাটায় তেমন পানি কমছে না, যার কারণে মাঠে পানি আটকে আছে।
নদীর পাড়ের বাসিন্দারা জানান, সাগরের নিম্নচাপ এবং আমাবস্যার কারণে নদীতে খুব কম সময় ভাটা থাকে। পানি কমার সময় না আসায়, মাঠে পানি জমে থাকছে এবং এর ফলে আমনের বীজতলা নষ্ট হচ্ছে।
রবিবার গিয়ে দেখা গেছে, ইন্দুরকানী, চাড়াখালি, কালাইয়া, ভবানীপুর, সেউতিবাড়িয়া, গাবগাছিয়া, পত্তাশী, বালিপাড়া, কলারণ, চন্ডিপুর ও চর বলেশ্বরসহ বিভিন্ন এলাকায় মাঠ এবং বীজতলা তলিয়ে গেছে।
ইন্দুরকানী গ্রামের কৃষক আ. রশিদ হাওলাদার জানান, পানি আটকে তার আমনের বীজতলা নষ্ট হয়েছে, তাকে নতুন করে বীজ বপন করতে হবে।
গাবগাছিয়া গ্রামের কৃষক রুহুল আমিন বলেন, “অতিরিক্ত জোয়ারের পানিতে তার বীজতলা নষ্ট হয়ে গেছে, এতে অনেক ক্ষতি হয়েছে।”
পত্তাশী গ্রামের কৃষক রুস্তম আলী জানান, মাঠে পানি আটকে তার বীজতলা নষ্ট হয়ে গেছে, এখন পানি না নামলে নতুন করে বীজতলা করাও সম্ভব নয়।
এই বিভাগের আরো খবর
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াধানা গ্রামের কৃষানী মঞ্জু মন্ডল (৫৫)। এবছর স্বামীর সাথে ৩ বিঘা...
-
আব্দুল্লাহ আর রাফি, গোবিপ্রবি প্রতিনিধিঃ-গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল (৭...
-
ওয়াহিদ-উন-নবী,ববি প্রতিনিধি:বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষার ফল প্রকাশে অস্বাভাবিক বিলম্বে ক্ষোভ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!