- প্রকাশিত: ১৯ জুন ২০২৫ ০৬:০০ পিএম
গলাচিপায়- স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তি প্রয়োগ মেলা ও সেমিনার
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং গলাচিপা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসন চত্বরে দুই দিনব্যাপী-স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগ সই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক মেলা ও সেমিনার অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বেলা ১১ টায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি সেবা সমূহ বিভাগের প্রতিনিধি বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রী সমন্বয়ে দশটি স্টলে-নানা প্রযুক্তিগত উদ্ভাবিত প্রয়োগের সৃষ্টিশীল কর্ম পদ্ধতি মেলায় উপস্থাপন করেন।
উক্ত মেলা অনুষ্ঠানিকভাবে পরিদর্শন ও উদ্বোধন সহ এবং সেমিনারে সভাপতিত্ব তো করেন গলাচিপা উপজেলা সুদক্ষ নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প .প. অফিসার ডাক্তার মেজবাহ উদ্দিন। উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আকরামুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মোঃ অলিউল্লাহ ও প্রেসক্লাব সভাপতি মু: খালিদ হোসেন মিল্টন। সেমিনারে সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন নবী। মুখ্য প্রবন্ধ উপস্থাপক ছিলেন সাইন্টিফিক অফিসার বিসিএস আইআর, জনাব মোঃ জসিম উদ্দিন।
স্থানীয় উদ্ভাবিত লাগ সই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনারে সভাপতি ও নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন-দৈনন্দিন জীবনে প্রযুক্তিগত গবেষণার উন্মেষ ঘটিয়ে ,জীবন মানকে সুন্দর করার কাজে সময়ের সাথে মানুষের মাঝে প্রযুক্তির উন্নয়নের সম্প্রসারণ করাই হবে সুন্দর জীবন ব্যবস্থা।
এই বিভাগের আরো খবর
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াধানা গ্রামের কৃষানী মঞ্জু মন্ডল (৫৫)। এবছর স্বামীর সাথে ৩ বিঘা...
-
আব্দুল্লাহ আর রাফি, গোবিপ্রবি প্রতিনিধিঃ-গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল (৭...
-
ওয়াহিদ-উন-নবী,ববি প্রতিনিধি:বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষার ফল প্রকাশে অস্বাভাবিক বিলম্বে ক্ষোভ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!