বড়াকোঠা ইউনিয়নে বরিশাল-২ আসনের জামায়াত প্রার্থী মাস্টার মান্নানের গণসংযোগ



উজিরপুর উপজেলা প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বরিশাল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান শুক্রবার  বড়াকোঠা ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে ব্যাপক গণসংযোগ করেন। পথসভা ও কুশল বিনিময়ের মাধ্যমে তিনি ভোটারদের কাছে দলের পক্ষে সমর্থন চান।


গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন বরিশাল জেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা কাউসার হোসাইন, উজিরপুর উপজেলা আমির মাওলানা আব্দুল খালেক এবং উপজেলা সেক্রেটারি মো. খোকন সরদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।


দিনব্যাপী কর্মসূচিতে নেতৃত্ব দেন বড়াকোঠা ইউনিয়ন জামায়াতের আমির মো. আনোয়ার হোসাইন।


গণসংযোগ চলাকালে স্থানীয় অসংখ্য মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উষ্ণ ভালোবাসায় সিক্ত হন প্রার্থী আব্দুল মান্নান।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?