ইন্দুরকানী বিএনপির সভাপতি হাফিজুল - সম্পাদক হেলাল

মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানি (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানীতে ৪ নং ইন্দুরকানী সদর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


সম্মেলনে মোঃ হাফিজুল কবীর তালুকদার সভাপতি, মোঃ হেলাল উদ্দিন হাওলাদার সাধারণ সম্পাদক ও আঃ কুদ্দুস বিশ্বাস সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।


ইন্দুরকানী সরকারি কলেজে মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল ২.৩০ মিঃ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।


ফলাফলে জানা যায়, ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪০৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।




এতে সভাপতি পদে হাফিজুল কবির তালুকদার ৩৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম পেয়েছেন ৯৫ ভোট । সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থীর মধ্যে মোঃ হেলাল উদ্দিন ১৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী মোঃ ইব্রাহিম মাতুব্বর পেয়েছেন ১২৪ ভোট ও সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনর রশীদ ৯৫ ভোট পেয়েছেন।


সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন প্রার্থীর মধ্যে আঃ কুদ্দুস বিশ্বাস ১৪২ বিজয়ী হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী আনিছুর রহমান পেয়েছেন ১৩৮ ভোট ও মোঃ এমদাদুল হক ১২৭ ভোট পেয়েছেন।


সম্মেলনে ইন্দুরকানী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সদস্য এ্যাডঃ আবুল কালাম আকন। 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহম্মেদ, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর কবির মান্নু, যুগ্ন আহবায়ক আব্দুর রাজ্জাক প্রমুখ।


এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?