গোপালগঞ্জে ভ্যান চুরিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত অর্ধশতাধিক


স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ভ্যান চুরিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্ষক্ষয়ী সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। এদের মধ্যে ৫৬ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


আজ রোববার (২৯ জুন) সকাল ১১টার দিকে সদর উপজেলার ভেন্নাবাড়ী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো: সাজেদুর রহমান সঙঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।


মারাত্মক আহত বাচ্চু (৫৫), জয় মোল্লা (১৯), রকি মোল্লা (২১), রাকিব শেখ (১৭), তাহের শেখ (৭৫), হেলাল শেখ (৪২), মিশু শেখ (২৪), মো: জিয়াউর রহমান (৩০), বেলাল শেখ (২৭), ইউনুফ শেখ (১৮), জুয়েল শেখ (৪৫), জগলু শেখ (৫০), রাসেল শেখ (১৮), রাজিব (২৫), রহমতুল্লাহ (১৮), দ্বীন ইসলামসহ (১৮) ৫৬ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো: সাজেদুর রহমান জানান, গত কয়েক দিন আগে সদর উপজেলার ভেন্নাবাড়ী গ্রামের লিটন মেম্বারের সমর্থক সাজিদ একই গ্রামের রেফায়েত ডাক্তারের সমর্থক ইব্রাহিম শেখের ভ্যান চুরি করে নিয়ে যায়। এ নিয়ে এলাকায় উত্তেজনা শুরু হলে সালিশ বৈঠকের ডাক দেয়া হয়।


এ নিয়ে আজ রোববার সকালে লিটন মেম্বারের বাড়িতে সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠকে দুই পক্ষের মধ্যে কাটাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে দুই পক্ষের সমর্থেকেরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। প্রায় ঘন্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রনে আনে। মারাত্মক আহত ৫৬জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কোন পক্ষই এখনো থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?