- প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৩:০৬ পিএম
গোপালগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে বিএনপির লিফলেট বিতরণ শুরু
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রচার প্রচারণা শুরু করেছে উপজেলা বিএনপি।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর নির্দেশে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ও বিভিন্ন বাজারে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা। "ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে" শ্লোগান সম্বলিত লিফলেট বিতরণে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক অলিউর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেখ সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর নির্দেশে উপজেলা বিএনপি কাজ করে যাচ্ছে। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে সক্রিয় রয়েছেন। লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ জনগণকে বিএনপির নির্বাচনী ইশতেহার তুলে ধরা হচ্ছে। এছাড়া ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। আগামীতেও এমন কার্যক্রম চালিয়ে যাবে উপজেলা বিএনপি। #
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার,বরগুনা: বরগুনার বেতাগী উপজেলায় কাউনিয়া কলেজে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বেতাগী উপজেলার ৫নং বুড়ামজুমদার...
-
ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পরিবহন ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা ও সংকট বিরাজ করছে বলে অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের কাছ থেকে। প্রায়...
-
ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিনকে নিয়ে...
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ৩ দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে গোপালগঞ্জের সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!