গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী অন্তঃবিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সম্মেলন


স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী অন্তঃবিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সম্মেলন এর তৃতীয় সংস্করণ। গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল এ ছায়া জাতিসংঘ সম্মেলনের আয়োজন করে।


আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকালে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ভবনে এ সম্মেলনের উদ্বোধন করেন সামান্তা আলম এবং মোঃ জাকারিয়া। 


এসময় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গ্লোবাল এফেয়ার্স কাউন্সিলের প্রধান উপদেষ্টা ড. নিয়াজ আল হাসান, প্রভাষক সাফিয়া আক্তার দিপা, সহকারী অধ্যাপক এস. এম আহসান। এ অনুষ্ঠনে বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষার্তী অংশ নেন।


এবারের আসরের মূলমন্ত্র নির্বাচন করা হয়েছে বর্তমান বৈশ্বিক রাজনৈতিক এবং গনতান্ত্রিক অস্থিরতা ও বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় প্রযুক্তি জগতের সবচেয়ে বড় উত্থান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর অপব্যবহারের মধ্যে মানবাধিকার ও বৈশ্বিক উন্নয়নের ভারসাম্য রক্ষার জন্য কূটনীতিকে পুনঃসমন্বয়করন বিষয়সমূহ গুরুত্ব দিয়ে। দক্ষিণ বাংলাদেশের বিশেষত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য অন্যতম গতিশীল এবং বুদ্ধিবৃত্তিকভাবে সমৃদ্ধ মঞ্চ যেখানে বাস্তবসম্মত কূটনৈতিক অনুকরণের মাধ্যমে নেতৃত্ব, আলোচনা ও সমাধান করার দক্ষতা বৃদ্ধি করা। স্ফূলিঙ্গ-সম ধারণাগুলো যেন রাজনৈতিক সংকটের বাঁধা এবং সুশাসনের প্রতি আস্থাহীনতার শৃঙ্খলকে গলিয়ে দেয়। 


এই সম্মেলনের মাধ্যমে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গ্লোবাল এফেয়ার্স কাউন্সিল একটি উন্নত ও আরও ন্যায্য ভবিষ্যত গঠনে শিক্ষার্থীদেরকে বৈশ্বিক সচেতনতা, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং আত্মবিশ্বাস দিয়ে ক্ষমতায়ন করার জন্য বদ্ধপরিকর। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?