- প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৮ পিএম
গঙ্গাচড়ায় সাংবাদিকদের উপর হামলা ও ওসির অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে স্মারকলিপি
রিয়াজুল হক সাগর, রংপুর।
রংপুরের গঙ্গাচড়ায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ও পরে থানায় মামলা গ্রহণে ওসির অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে রংপুর রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি)-এর নিকট স্মারকলিপি প্রদান করেছে গঙ্গাচড়া উপজেলা সম্মিলিত সাংবাদিক সমাজ।
স্মারকলিপিতে জানানো হয়, গত ৪ সেপ্টেম্বর আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকের নির্দেশে বিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগত সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলা চালায়। এতে চ্যানেল এস প্রতিনিধি শফিকুজ্জামান সোহেল, চ্যানেল এ ওয়ান প্রতিনিধি রানু মিয়া, দৈনিক ঘোষণা পত্রিকার প্রতিনিধি আফফান হোসেন আজমীর, দৈনিক লিখনী সংবাদ প্রতিনিধি আব্দুর রাজ্জাক ও দৈনিক মুক্ত খবর প্রতিনিধি মাসুদুর রহমান শিমু আহত হন। এসময় তাদের ক্যামেরাসহ বিভিন্ন মালামাল ছিনতাই করা হয়।
ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিকরা গঙ্গাচড়া মডেল থানায় মামলা করতে গেলে অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান হামলার ভিডিও ও স্থিরচিত্র থাকা সত্ত্বেও মামলা নিতে গড়িমসি ও অসৌজন্যমূলক আচরণ করেন। বরং পরে তিনি হামলাকারীদের প্রভাবিত হয়ে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন। সাংবাদিক সমাজ অভিযোগ করেছে, ওসি যোগদানের পর থেকেই তিনি সাংবাদিকদের প্রতি অব্যাহত অসাদাচরণ করে অনিয়ম ও দুর্নীতির সুযোগ তৈরি করেছেন।
প্রসঙ্গত, এ ঘটনার প্রতিবাদে গত ৫ সেপ্টেম্বর গঙ্গাচড়া জিরোপয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় সাংবাদিক সমাজ। তারা ৭২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার ও পক্ষপাতদুষ্ট ওসিকে প্রত্যাহারের দাবি জানালেও প্রশাসন কার্যকর পদক্ষেপ নেয়নি বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
স্মারকলিপিতে সাংবাদিকরা তাদের ৭ দফা দাবি তুলে ধরেন, এর মধ্যে রয়েছে,গঙ্গাচড়া থানার বর্তমান ওসিকে অনতিবিলম্বে প্রত্যাহার, সাংবাদিকদের উপর সকল নির্যাতন ও হয়রানি বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার ও দায়ীদের শাস্তি, দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর আইন বাস্তবায়ন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের মর্যাদা রক্ষায় কঠোর পদক্ষেপ, অভিযুক্ত প্রধান শিক্ষক ও সহযোগী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ,
বিদ্যালয়ের দুর্নীতি ও অনিয়মের সুষ্ঠু তদন্ত নিশ্চিতকরণ।
গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোঃ আব্দুল আলীম প্রামানিক ও গঙ্গাচড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলী আরিফ সরকার রিজু ও স্বাক্ষরিত এ স্মারকলিপি রংপুর রেঞ্জ ডিআইজি বরাবর প্রদান করা হয়।
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার,বরগুনা: বরগুনার বেতাগী উপজেলায় কাউনিয়া কলেজে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বেতাগী উপজেলার ৫নং বুড়ামজুমদার...
-
ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পরিবহন ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা ও সংকট বিরাজ করছে বলে অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের কাছ থেকে। প্রায়...
-
ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিনকে নিয়ে...
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ৩ দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে গোপালগঞ্জের সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!