- প্রকাশিত: ২১ জুন ২০২৫ ০৯:৪৯ পিএম
গলাচিপায় আবাসিক মাদরাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় আবাসিক মহিলা হাফিজিয়া মাদরাসার শিশু ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত জান্নাতুল আক্তার (৯) রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা গ্রামের মো. আলী আকবরে মেয়ে।
শনিবার (২১জুন) উপজেলার গোলখালী ইউনিয়নের নূরে মদিনা মডেল মহিলা মাদরাসায় এ ঘটনা ঘটে। মাদরাসার কর্তৃপক্ষ সাপের কামড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানালেও তার মৃত্যু নিয়ে রহস্য রয়েছে বলে জানা যায়। থানায় নিহতের লাশের সাথে আসা সহপাঠী মারজানা জানান, আনুমানিক ১ বছর আগে এ মাদরাসায় সে ভর্তি হয় এবং সম্পর্কে আমার চাচাতো বোন। গতরাত ১০ টার দিকে আমরা ঘুমাতে যাই। ভোর রাতে জান্নাতুল অসুস্থ হয়ে পরে তখন তাকে জরিয়ে আমি শুয়ে থাকি পরবর্তীতে মাদরাসা শিক্ষিকা মোসা. জান্নাতুল ফেরদৌস আমাদেরকে ফজরের নামাজের জন্য ডাকলে আমরা উঠলেও জান্নাতুল ওঠেনা। পরে শিক্ষিকাকে জানালে তিনি তাকে তুলে তার রুমে নিয়ে যায়। এরপর তার মুখে পানি দিলে তা বাহিরে গড়িয়ে পড়ে যায় এবং অচেতন হয়ে মাটিতে লুটে পড়ে। পরে তাকে ওখান থেকে উদ্ধার করে মাদরাসা পরিচালক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. আলী আকবর বলেন, আমার মেয়ে ঈদের পরে গোলখালী নূরে মদিনা মডেল মহিলা হাফিজিয়া মাদরাসায় পড়তে আসে। আজ শনিবার সকালে ফোন করে বলে আপনার মেয়ে অনেক অসুস্থ। এসে দেখি আমার মেয়ে মারা গেছে।
ঘটনাস্থলের গিয়ে যানাযায়, এ ঘটনার পর থেকেই মাদ্রাসা পড়ুয়া ছাত্রীদের সকলকে ছুটি দিয়ে দেয়। এ বিষয়ে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করতে চাইলে শিক্ষার্থীরা কথা বলতে রাজি হননি। গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান বলেন, মাদরাসা শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গলাচিপা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিভাগের আরো খবর
-
।বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে যশোরের জুলাই শহীদ আব্দুল্লাহ -বেনাপোল, জাবির- ঝিকরগাছা ও আলামিন- চৌগাছা এর পরিবারের সাথে সৌজন্য...
-
হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি : কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও বালাগঞ্জ উপজেলা কৃষি অফিস এর উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠন...
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : টানা প্রবল বর্ষণের ফলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। ইতিমধ্যে একটি সড়ক...
-
ভোলা প্রতিনিধি।।ভোলার লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষক পরিবারের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। নীলকমল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!