বরগুনায় তরুণ দলের কমিটি গঠন সভাপতি মিন্টু, সাধারণ সম্পাদক মনির




বরগুনা জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৬১ সদস্যের বরগুনা জেলা কমিটি গঠন করা হয়েছে। সাবেক বরগুনা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদকে সভাপতি মোঃ মনিরুজ্জামান মিন্টু ও সাবেক জেলা ছাত্র দলের সদস্য মনিরুল ইসলাম (মনির) কে সাধারণ সম্পাদক করে ( গত ১৮ জুন) বুধবার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ডা. আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলামের স্বাক্ষরে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। জাতীয়তাবাদী তরুণ দলের বরগুনার নতুন কমিটি গঠিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বরগুনা  জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 



নতুন কমিটির সভাপতি মনিরুজ্জামান মিন্টু বলেন, দীর্ঘদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে জননেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ অনুযায়ী দলের জন্য কাজ করে যাবো। আমি দীর্ঘদিন ছাত্র দল, যুব দলের একজন সক্রিয় কর্মী ছিলাম। এই দল করতে এসে ফ্যাসিবাদ আওয়ামী সরকারের বিভিন্ন মামলা হামলা হয়রানি শিকার হয়েছি আমিসহ আমার পরিবার। আজ আমাকে জাতীয়তাবাদী তরুণ দলের সভাপতি হিসেবে বরগুনা জেলার দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আমি কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলামকে অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সাধারণ সম্পাদককে সাথে নিয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে কাজ করে যাব। আমি কোনদিন অন্যায়ের সাপোর্ট করিনি ভবিষ্যৎ করবো না।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?