শিরোনামঃ

বরগুনায় মাদকবিরোধী অভিযানে ১১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার



সোহাগ হাওলাদার, বরগুনা:

বরগুনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১১৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। 


শনিবার (১১ অক্টোবর) ভোরে সদর উপজেলার ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের লতাবাড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। 


গ্রেপ্তার ব্যক্তির নাম জুয়েল মৃধা (৩৯) (হরুপে জুয়েল কালু) তিনি ওই গ্রামের সুলতান মৃধার ছেলে। 


বরগুনা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জুয়েল মৃধা দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে বসেই ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির দুই সদস্য মো: কাওসার ও মাহমুদ তার গতিবিধি পর্যবেক্ষণ শুরু করেন। শনিবার  জুয়েল নিজ উঠোনে বসে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে ধরতে অভিযানে যায় ডিবির সদস্যরা। 


এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা খুলে তল্লাশি চালালে ঝাঁকি জালের ভেতরে নীল পলিথিনে মোড়ানো  অবস্থায় ১১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩৪৫০০০ হাজার টাকা। 


জুয়েল প্রথমে মাদক রাখার বিষয়টি অস্বীকার করলেও পরে প্রমাণের মুখে স্বীকার করেন বলে জানিয়েছেন ডিবি পুলিশ। 


এবিষয় বরগুনা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১৫০ পিস ইয়াবাসহ জুয়েল মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন, এর আগেও তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা চলমান রয়েছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?