- প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫ ০৫:০১ পিএম
বরগুনায় ৬ বছরেও শেষ হয়নি মডেল মসজিদ নির্মাণকাজ, ক্ষুব্ধ মুসুল্লিদের মানববন্ধন ও বিক্ষোভ
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
”আসসালাতু খয়রুম মিনাননাউ” মডেল মসজিদের মিনার হতে আযানের এই পবিত্র বাণীর আহবান শোনার অপেক্ষার পালা ৬ বছরেও শেষ হয়নি বরগুনার বামনা উপজেলার ধর্মপ্রান মুসুল্লিদের। দু’দফায় ঠিকাদার পরিবর্তন হলেও মডেল মসজিদের নির্মাণ কাজের শম্ভুকগতি ইতোমধ্যে স্থানীয়দের মাঝে স্বপ্ন অপূর্ণতার হাতাশা রূপ নিয়েছে জনঅসন্তোষে। ঠিকাদার অপসরণ করে দ্রুত মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্যে উপজেলার গোলচত্ত্বরে বামনা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন করেছে স্থানীয়রা।
ইসলামি ফাউন্ডেশন ও গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, বিশুদ্ধ ইসলাম প্রচারের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার ভাবনা থেকে সরকার সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামি সংস্কৃতি কেন্দ্র নির্মাণ উদ্যোগ নেয়। ইসলামিক বই বিক্রি, ইমাম প্রশিক্ষণ, ইসলামি গবেষণা, হেফজখানা, শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হজ যাত্রীদের নিবন্ধন প্রভৃতি কার্যক্রম মডেল মসজিদ থেকে পরিচালিত হবে। জঙ্গিবাদ, সন্ত্রাস ও নারীর প্রতি সহিংসতারোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে এসব মসজিদ থেকে।
জানা গেছে, ২০১৯ সালের ২৪ মার্চ ঠিকাদার প্রতিষ্ঠান এএসআই জেবি; যার সত্বাধীকারি পার্শবর্তী মঠবাঠিয়া পৌরসভার পৌর মেয়র ফেরদৌস আহমেদ মডেল মসজিদের নির্মানের কাজ শুরু করে। নির্মাণে সন্তুষ্ট না হলে কর্তৃপক্ষ দ্বিতীয় দফা টেন্ডারে মসজিদ নির্মাণ ব্যয় ১৩ কোটি ১৫ লক্ষ ৫১ হাজার ১৬ টাকায় উন্নীত করে ২৪/০১/২০২৪ সালে পুনরায় মডেল মসজিদের কাজের দায়িত্ব পায় এমকেটি ঠিকাদার প্রতিষ্ঠান। উক্ত ঠিকাদার প্রতিষ্ঠানের সত্বাধিকারি জনাব রিপন ওরেফে রাঙ্গা রিপন, যিনি আওয়ামীলীগের একজন নেতা ও বর্তমানে জেল হাযতে থাকায় আবার ঝিমিয়ে পরেছে মসজিদ নির্মাণ কাজে হয়। জেলার ৬ উপজেলার মধ্যে বামনায় অদ্যাবধী মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ায় স্থানীয়দের মাঝে তৈরী হয়েছে অসন্তোষের। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বামনা প্রেসক্লাবের পক্ষে ঠিকাদার প্রতিষ্ঠান অপসরণ পূর্বক দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার লক্ষ্যে বরগুনা জেলা প্রশাসক ও জেলা উন্নয়ন সমন্বয় কমিটি বরাবরে গত ১৫/১০/২০২৫ তারিখে লিখিত ভাবে অবহিত করেন বামনা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপি’র অহবায়ক সদস্য আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া। এর প্রেক্ষিতে আজ ১৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় বামনা উপজেলা গোল চত্বর এলাকায় আয়োজিত মানববন্ধন অংশগ্রহণ করেন বামনা উপজেলা বিএনপি’র আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, উপজেলা বিএনপির যুগ্ম-আহবয়ক মিজানুর রহমান মজনু, উপজেলা জামায়েত ইসলামী এর সভাপতি হাফেজ মাওলানা সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মানসুর উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি আলহাজ্ব সোবাহান খানসহ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক, রায়হান নাজির ধলু ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সজিব হোসেন মুন্নাসহ আরও অনেকে স্থানীয় ধর্মপ্রাণ মুসুল্লীরা।
এ বিষয়ে বরগুনা জেলার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোল্যা রবিউল ইসলাম বলেন- ঠিকাদার প্রতিষ্ঠানকে মডেল মসজিদের কাজ দ্রুত সম্পন্ন করার তাগিদ দেয়া হচ্ছে।
এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি সন্তোষজনক পরিলক্ষিত না হলে প্রতিষ্ঠানের বিষয়ে দাপ্তরিক পদক্ষেপ গ্রহন করা হবে।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর ।বুড়িমারী স্থলবন্দর বিজিবি চেকপোস্ট এ পণ্য খালাসবাহী ট্রাকে ২৭২ কেজি সীসা ও ঔষধসহ ভারতীয় ট্রাকচালককে আটক...
-
মাসুদ রেজা ফয়সালঃআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার বামনা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের...
-
আবু তাহের, সদর উপজেলা (যশোর) প্রতিনিধি:যশোরে সিটি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহান (২৫)-এর ওপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার ঘটনা...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।সাহিত্য জাতির পুষ্টি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সৈয়দপুরে অনুষ্ঠিত হলো “নারীর ক্ষমতায়ন ও বৈষয়িক যাপন” শীর্ষক গবেষণামূলক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!