- প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫ ০৮:০৭ পিএম
বরগুনার আমতলীতে ইটভাটা বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
সোহাগ হাওলাদার,বরগুনা:
স্বাস্থ্য, পরিবেশ ও ফসল রক্ষার দাবিতে বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামের বিবিসি ইটভাটা বন্ধের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে আকরারিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে এলাকার পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। এলাকাবাসী ইটভাটা বন্ধে বরগুনা জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, রায়বালা গ্রামে ২০১৭ সালে আব্দুল হান্নান মৃধা ‘বিবিসি (বিসমিল্লাহ ব্রিকস)’ নামের একটি ইটভাটা স্থাপন করেন। ফসলি জমিতে ইটভাটা স্থাপন করায় ওই এলাকার অন্তত পাঁচ শত একর তিন ফসলি জমি, গাছপালা, জীববৈচিত্র্য, প্রাণিসম্পদ, খামার ও গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে প্রায় পাঁচ হাজার মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন বলে অভিযোগ এলাকাবাসীর।
কৃষকদের দাবি, ইটভাটা স্থাপনের কারণে জমির উর্বরতা নষ্ট হয়ে গেছে, আগের মতো ফলন হচ্ছে না। ওই ইটভাটার তিনশ মিটারের মধ্যে রায়বালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি এতিমখানা ও একটি ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে।
‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন’-এ উল্লেখ আছে—আবাসিক এলাকা, কৃষিজমি ও শিক্ষা প্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন করা যাবে না। কিন্তু আব্দুল হান্নান মৃধা এ আইন অমান্য করে ইটভাটা স্থাপন করেছেন। ওই আইন অনুযায়ী, কেউ নিয়ম ভঙ্গ করলে এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড বা আর্থিক জরিমানার বিধান রয়েছে।
তবে সেই আইন রায়বালা গ্রামে কার্যকর হয়নি। স্বাস্থ্য, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় সচেতন নাগরিকরা বিকেলে আকরারিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন সড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেন। স্থানীয় জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নাসির উদ্দিন, কবির গাজী, শাহীন ও খোকন প্রমুখ।
বক্তারা বলেন, ইটভাটার কারণে এলাকায় পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। জমিতে আগের মতো ফসল হয় না, গাছে ফল ধরছে না, তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিশুরা শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তারা দ্রুত বিবিসি ইটভাটা বন্ধের দাবি জানান।
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বিবিসি ইটভাটায় ইট তৈরির কার্যক্রম শুরু হয়েছে। তিন পাশে ধানক্ষেত এবং এক পাশে গ্রাম অবস্থিত।
রায়বালা গ্রামের কৃষক কবির গাজী বলেন, “ইটভাটার কারণে ফসলি জমি হুমকির মুখে পড়েছে। জমিতে আগের মতো ফসল ফলছে না, পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই দ্রুত ইটভাটা বন্ধ করা প্রয়োজন।”
স্থানীয় নাসির উদ্দিন ও বশির বলেন, “রায়বালা এলাকার অন্তত পাঁচ শত একর ফসলি জমি, জীববৈচিত্র্য ও গ্রামীণ সড়ক নষ্ট হচ্ছে এবং প্রায় পাঁচ হাজার মানুষ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছে।”
অন্যদিকে, বিবিসি ইটভাটার মালিক মো. হান্নান মৃধা বলেন, “আমার ঝিকঝ্যাক প্রযুক্তির ইটভাটায় স্বাস্থ্যঝুঁকি বা পরিবেশ নষ্টের কোনো সুযোগ নেই। আমি সব ধরনের অনুমোদন নিয়েই ইটভাটা স্থাপন করেছি।”
আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাসেল বলেন, “বিবিসি ইটভাটার মালিককে কৃষি অফিস থেকে কোনো অনুমোদন দেওয়া হয়নি। ফসলি জমিতে ইটভাটা স্থাপনের ফলে আবাদি জমি ও পরিবেশ দুটোই ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
বরগুনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব বলেন, “পরিবেশের ক্ষতি হয় এমন স্থানে ইটভাটা স্থাপন করা যাবে না। এলাকাবাসী মানববন্ধন করেছে—বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মালিক পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়েছেন কিনা, তাও খতিয়ে দেখা হবে।”
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খান বলেন, “সরকারি নিয়মবহির্ভূতভাবে কোনো ইটভাটা স্থাপন করা হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার,বরগুনা: বরগুনার বেতাগী উপজেলায় কাউনিয়া কলেজে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বেতাগী উপজেলার ৫নং বুড়ামজুমদার...
-
ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পরিবহন ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা ও সংকট বিরাজ করছে বলে অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের কাছ থেকে। প্রায়...
-
ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিনকে নিয়ে...
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ৩ দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে গোপালগঞ্জের সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!