শিরোনামঃ

বামনায় অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত



 স্টাফ রিপোর্টার:

বরগুনার বামনা উপজেলায় মা-শাহাবানু মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “৩১৩ বদর কাফেলা গুণীজন ও অভিভাবক সম্মেলন”।

শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে দিনব্যাপী মাদ্রাসার সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মা-শাহাবানু মাদ্রাসার মুহতামিম মুফতি ফাইজুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ আকন রানা।


এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুল হাসিব, উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর হাফেজ মাওলানা মোঃ সাইদুর রহমান, সেক্রেটারি মোঃ সাইফুল্লাহ মানসুর, ইসলামি আন্দোলন বাংলাদেশ বামনা শাখার সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন জিহাদী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রায়হান নাজির ধলু, ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আল আমিন হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সজিব হোসেন মুন্না, কলেজ ছাত্রদলের সদস্য মোঃ সুজন মিয়া, ৩নং রামনা ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ ইদ্রিস হোসেন, এবং অবসরপ্রাপ্ত উপসহকারী মেডিকেল অফিসার জিএম মোঃ সেলিম প্রমুখ।


অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ ফোরকান, মোঃ কবির দফাদার, মোঃ আল আমিন, ওমর আলী ও মোঃ কামাল হোসেন।

শিক্ষার্থীদের মধ্যে আরবি ভাষায় বক্তব্য রাখেন জামাতে দাহম শ্রেণির ছাত্র হাফেজ মোঃ জাহিদুল ইসলাম, এবং ইংরেজি ভাষায় বক্তব্য রাখেন জামাতে মিজান শ্রেণির ছাত্র মোঃ জিহাদুল ইসলাম।


সভাপতির বক্তব্যে মুফতি ফাইজুল ইসলাম বলেন,


 “এই সম্মেলনের মাধ্যমে আমরা শিক্ষক ও অভিভাবকের সম্পর্ককে আরও দৃঢ় করতে চাই। শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”


প্রধান অতিথি মোঃ আবুল কালাম আজাদ আকন রানা বলেন,


 “ধর্মীয় ও নৈতিক শিক্ষা সমাজকে সুসংহত করে। মা-শাহাবানু মাদ্রাসার এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে আলোর পথে পরিচালিত করবে।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাদ্রাসার উন্নতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়ে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?