- প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৩৭ পিএম
আওয়ামী লীগের ক্লিন নেতাদের মনোনয়ন দিতে চায় জাতীয় পার্টি : মোস্তফা
রিয়াজুল হক সাগর, রংপুর।
রংপুর মহনগরীর সাবেক মেয়র, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, সারাদেশে আওয়ামী লীগের ক্লিন ইমেজ’ প্রার্থীদের আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়ন দিতে চায় জাতীয় পার্টি। তবে তার আগে তাদের জাপায় যোগদানের আহবান জানান তিনি। শনিবার দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি সভাপতির বক্তব্যে একথা বলেন।
জাতীয় পার্টির রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় রংপুর জেলা ও মাহনগর কমিটিসহ বিভিন্ন জেলা-উপজেলা কমিটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দলের শহিদ মোবারক সরণিতে (সেন্ট্রাল রোড)দলীয় কার্যালয়ে এই প্রতিনিধি সভা দুপুরে অনুষ্ঠিত হয়।
সভায় মোস্তফা আরও বলেন, আমাদের দলের মহসচিব বলেছেন, গণতন্ত্র রক্ষার স্বার্থে সকল গণতান্ত্রিক মনা শক্তিতে একত্রিত করার দায়ীত্ব এখন বিএনপির। গনতন্ত্র্রের স্বার্থে যারা গনতন্ত্রের পক্ষের শক্তি, যারা ‘মম ভায়োলেন্সির’ সাথে যুক্ত নাই তাদেরকে বাঁচানোর জন্য বিএনপিকে পাশে দাঁড়াতে হবে। তা না হলে বিএনপি একা হয়ে যাবে। তিনি বলেন সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে হলে দায়িত্বটা বিএনপিকেই নিতে হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি’র অনেক ডিসিশনের কারণে সরকার সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য হয়েছে।
জাতীয় পার্টিকে নিয়ে কেন এতম ভীতি কারন জাতীয় পার্টিকে বাদ দিলে কারা থাকছে নির্বাচনের মাঠে জামায়াত, এনসিপি, গণঅধিকার পরিষদসহ ইসলামীক দলগুলো। তারা সবাই মিলে বিএনপিতে এক করতে চায় তারা জানে আগামীতে সুষ্ঠ নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে। এটাই তাদের ভয়ের কারন।
তিনি বলেন, শুধু তাই নয় বিএনপির নিরঙ্কুশ জনপ্রিয়তা দেখে পিআর পদ্ধতির নামে জামায়াতসহ কয়েকটি দল নির্বাচন বানচালের চেষ্টা করছে। তারা মব ‘ভায়োলেন্স সৃষ্টি’ করে নির্বাচনের পরিবেশ নষ্ট করার য়ড়যন্ত্রেলিপ্ত হয়েছে।কিন্তু বিএনপির নিজেদের স্বার্থে সব দলের নির্বাচনে অংশ গ্রহন নিশ্চিত করতে হবে। স্বাধীনতা বিরোধী শক্তি এখন ঐক্যবদ্ধ শক্তি বিএনপিকে বিপদে ফেলার জন্য আজ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে জন্য বিএনপিকে সতর্ক থাকতে হবে।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, সারাদেশে আওয়ামী লীগের ক্লিন ইমেজ প্রার্থীদের আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়ন দিতে চায় জাতীয় পার্টি। তবে তার আগে তাদের জাপায় যোগদানের আহবান জানান তিনি। শনিবার দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে বিভাগীয় প্রতিনিধি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দলটির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর। তিনি বলেন, সরকারের নির্দেশে জাতীয় পার্টির উপর হামলা হচ্ছে। তা না হলে প্রশাসনের উপস্থিতিতে কি করে একটা রাজনৈতিক দলের অফিসে হামলা হয়। আগুন ধরিয়ে দেয়া হয়। অতীতে কোন সরকার আমলে একটি রাজনৈতিক দলের কার্যালয়ে এমন ধ্বংসযজ্ঞ চালানো হয়নি। অতীতের সব সন্ত্রাসী কার্মকাণ্ডকে হারমানিয়েছে বর্তমান সরকার আমলে সহিংতার ঘটনা। প্রতটি সন্ত্রাসের ঘটনার সাথে বর্তমান সরকারের নীরব সমর্থন লক্ষ্য করা যাচ্ছে। যা সবার জন্য উদ্বেগজনক।
সভায় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম, সহ-সভাপতি লোকমান হোসেনসহ বিভাগের আট জেলার সভাপতি-সাধারন সম্পাদকসহ স্থানীয় শীর্ষনেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর ।বুড়িমারী স্থলবন্দর বিজিবি চেকপোস্ট এ পণ্য খালাসবাহী ট্রাকে ২৭২ কেজি সীসা ও ঔষধসহ ভারতীয় ট্রাকচালককে আটক...
-
মাসুদ রেজা ফয়সালঃআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার বামনা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের...
-
আবু তাহের, সদর উপজেলা (যশোর) প্রতিনিধি:যশোরে সিটি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহান (২৫)-এর ওপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার ঘটনা...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।সাহিত্য জাতির পুষ্টি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সৈয়দপুরে অনুষ্ঠিত হলো “নারীর ক্ষমতায়ন ও বৈষয়িক যাপন” শীর্ষক গবেষণামূলক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!