- প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫ ১১:২৪ পিএম
পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ মামার বিরুদ্ধে
ভোলা প্রতিনিধি।।
ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নাসির মাঝি এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন একজন দিনমজুর সিএনজি চালক।
গত বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে তার বসত ঘরের সামনে বারান্দা তুলতে গেলে হামলায় গুরুতর আহত হন আনোয়ার হোসেন (৪০)। অভিযোগ উঠেছে, তারই আপন মামা আবুল কালাম ও তার পরিবারের লোকজ মোঃ শরীফ, মোঃআরিফ, মোঃ রাকিব ও স্ত্রী রানু বেগম ও মেয়ে শারমিন বেগম এ হামলা করে। এতে আলোয়ার হোসেন এর পুরুষাঙ্গ কেটে ফেলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আনোয়ার হোসেন তার মা ও নানীর ওয়ারিশি সম্পত্তিতে তিন বছর যাবত বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছে। গত বৃহস্পতিবার বসত ঘরের সামনে বারান্দা তুলতে গেলে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে তার মামা ও মামাতো ভাইয়েরা বাধা দেন। একপর্যায়ে কথা কাটাকাটির পর তারা ধারালো অস্ত্র নিয়ে আনোয়ারের ওপর ঝাঁপিয়ে পড়েন। এতে আনোয়ার তার স্ত্রী ইয়াসমিন বোগম ও ছেলে শাকিলকে মারধর করে। হামলার একপর্যায়ে আনোয়ারের স্পর্শকাতর অঙ্গ কেটে ফেলা হয় বলে অভিযোগ ওঠে।
পরে ৯৯৯ এ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। আনোয়ার ও তার পরিবার সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
আনোয়ার হোসেনের স্ত্রী ইয়াসমিন বেগম বলেন, আমার স্বামী একজন গরিব মানুষ, সিএনজি চালিয়ে সংসার চালায়। বৃষ্টির পানি ঘরে প্রবেশ করায় আমাদের জমিতে ঘরের সামনেই একটি বারান্দা দিতে গেলে আমার মামা শশুর আবু তাহের ও তার পরিবার এমন হামলা করে।
অভিযুক্ত মামা আবুল কালাম ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। তবে তার স্ত্রী রানু বেগম বলেন, আমাদের ঘরের সামনে ঘর তোলায় তাদের বাঁধা দেওয়া হইছে। তারা আমাদের ঘরের সামনে কেনো বারান্দা দিবে।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহদৎ মো. হাচনাইন পারভেজ জানান, ৯৯৯ এর মাধ্যমে জানতে পেরে ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তারা পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানান, জমি নিয়ে বিরোধ বহু পুরোনো। প্রশাসনের হস্তক্ষেপ না থাকায় বিষয়টি এমন ভয়াবহ রূপ নেয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এই বিভাগের আরো খবর
-
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি :পিরোজপুরের ইন্দুরকানীতে মটরসাইকেল দুর্ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি আহত হয়েছেন।শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলার চন্ডিপুর সড়কে এ...
-
স্টাফ রিপোর্টার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাকেরগঞ্জের দূর্গাপাশা ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ডিজিএল মাধ্যমিক...
-
রিপোর্টঃ গাজী মোঃ কবির আহাম্মেদ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান রুবেল বলেছেন, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!