- প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০৮:১৫ পিএম
টুঙ্গিপাড়ায় বিএনপি নেতা শওকত হোসেন দিদার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক মরহুম শওকত হোসেন দিদারের স্মরণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে টুঙ্গিপাড়া পৌর শাখা কার্যালয়ে পৌর স্বেচ্ছাসেবক দল ও যুবদলের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। সভায় সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি এমদাদ হোসেন মোল্লা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শওকত হোসেন দিদার ছিলেন দলের নিবেদিতপ্রাণ সংগঠক। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলের কর্মকাণ্ডে তার ভূমিকা ছিল অনন্য। বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক জীবনে তিনি ছিলেন একনিষ্ঠ, ত্যাগী ও সাহসী কর্মী। তরুণ প্রজন্মের কাছে তিনি অনুকরণীয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।
আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সর্বদা পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে পৌর ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
এছাড়াও পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাকিব শেখের উদ্যোগে হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় ২০০ এতিম শিশুর মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি এমদাদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও যুবদলের আহ্বায়ক এম মোক্তার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এস এম গোলাম কিবরিয়া সাগর, সাবেক কাউন্সিলর রাকিব শেখ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক রায়হান হাবিব ইয়েন, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল আজিজ বাবু প্রমুখ।
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার,বরগুনা: বরগুনার বেতাগী উপজেলায় কাউনিয়া কলেজে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বেতাগী উপজেলার ৫নং বুড়ামজুমদার...
-
ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পরিবহন ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা ও সংকট বিরাজ করছে বলে অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের কাছ থেকে। প্রায়...
-
ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিনকে নিয়ে...
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ৩ দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে গোপালগঞ্জের সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!