- প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫ ০৮:৩১ এএম
ভোলার চরফ্যাশন সিকদার চর অসহায় কৃষকের পাকাধান কেটে নিচ্ছে সন্ত্রাসী ও চাঁদাবাজ রমিজ বাহিনী
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥
বাংলা একটি প্রবাদে আছে জোড়যার মুল্লুক তার। ভোলার চরফ্যাশনের বিচ্ছিন্নদ্বীপ সিকদার চরের চাষীদের রোপন করা পাকা ধান জোড়পূর্বক কেটে নিচ্ছে সন্ত্রাসী ও চাঁদাবাজ রমিজ বাহিনী। ধান কাটতে বাঁধা দিলে এক থেকে দেড়’শ সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা করে। তাদের ভয়ে অনেক সময় প্রশাসনের লোকজনও ওই চরে যেতে অনিহা প্রকাশ করেন। এভাবে অসহায়ত্ব হয়ে কথাগুলো বলছিলেন অসহায় কৃষক (চাষী) ইউসুফ সিকদার, সুমন সরদার, সোলাইমান,শাহিন,সজিব মিজান হাওলাদারসহ শতাধিক কৃষক। গত বুধবার চাঁদার টাকা দিতে চাষারা অপরাগতা প্রকাশ করায় রাতের অধারে রমিজ বাহিনী ধান কাটার মেশিন দিয়ে প্রায় ২০/২৫একর জমির ধান কেটে নিয়ে গেছে। গত বৃহস্পতিবার চরের ধান লুটপাট করে কেটে নিয়ে যাওয়া সংবাদ শুনে জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সংবাদকর্মীরা ঘটনাস্থলে পৌছলে তাদের উপস্থিতিতে রমিজ বাহিনী চাষাদের উপর হামলা করে।
লুটপাটকারীদের রোষানল থেকে রক্ষা পেতে গতকাল শুক্রবার (৭নভেম্বর) ভোলা-৪ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়নের সরণাপন্ন হন। শতাধিক কৃষক বলেন, নয়ন ভাই বলছেন,সন্ত্রাসীদের কোন আস্তনা এবং দলখবাজদের স্থান বিএনপির দলে চলবে না। তিনি দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।
সিকদার চরের চাষীরা জানান, রমিজ তালূকদার নজরুল নগর ইউনিয়ন থেকে বাহিনী নিয়ে বিচ্ছিন্নদ্বীপ মজিবনগর সিকদার চরের জমির ধান পাকা শুরু করলে জোড়পূর্বক কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তরমুজ চাষ করার সময় কিছু বলে না,পাকা যখন শুরু হয় তখনি বাহিনী নিয়ে জমিতে গিয়ে হাজির হয়ে টাকা দাবী করে। দাবীকৃত টাকা না দিলে জোড়পূর্বক তরমুজ কেটে নিয়ে যায়।
সিকদার চর ৯নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জসিম উদ্দিন জুয়েল বলেন, কৃষকের চাষ করা ধানের মাথা লাল হলে রমিজ তালুকদারসহ একটি চক্র ওই ধান লুটপাট করতে মাথা গরম হয়ে যায়। কৃষক সুমন সরদার বলেন,ধান চাষ করা সময় কিছু বলে না, যখনি ধানের মাথা লাল হয়, তখনি ধান কাটতে পায়তারা চালায়,এবং চাঁদা দাবী করে। অসহায় কৃষকেরা তাদের হাত থেকে বাঁচতে প্রশাসেন হস্তেক্ষেপ কামনা করছেন।
এব্যাপারে অভিযুক্ত রমিজ তালূকদার বলেন,এই চরে আমাদেরও জমি আছে ওই জমির ধান আমরা কেটেছি।
এব্যাপারে দুলারহাট থানা অফিসার ইনচার্জ(ওসি) ইশতেহাক বলেন, সিকদার চরের ধান লুটপাটের কথা শুনেছি। উভয় পক্ষকে জমির কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর নামক স্থানে (বরিশাল-কুয়াকাটা মহাসড়কে) ট্রাক চাপায় নবীন হালদার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত...
-
স্টাফ রিপোর্টারঃরূপান্তর আস্থা প্রকল্পের আওতায় বরগুনা জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা আজ শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!