টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত



আহাদ তালুকদার (বরিশাল)


বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ৫৭তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মিয়া, পৌর বিএনপির সাবেক আহবায়ক মো:  জাকির হোসেন শরীফ, জেলা উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক গফুর সরদার, ম্যানেজিং কমিটির সদস্য ও বার্থী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মো: চুন্নু সরদার, বুলবুল সরদার, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামিল মাহামুদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী বাবু, সাংবাদিক মিজান সরদার ও নুরুউদ্দিন বুদ্ধি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজেন্দ্রনাথ বিশ্বাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, হাই জাম্পসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে। পাশাপাশি সংগীত, নৃত্য ও আবৃত্তিসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন উপস্থিত দর্শকরা।

অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীল বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?