কেশবপুরে জামাত সমর্থিত জোটের প্রার্থীর ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ ।



রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।


যশোরের কেশবপুর উপজেলায় বাংলাদেশ জামাতে ইসলামীর সমর্থিত জোটের প্রার্থী অধ্যাপক মোক্তার আলীর নির্বাচনী ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার সকালে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং 

পরিদর্শনকালে প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে এবং একই সঙ্গে জানানো হয়েছে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে তা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের কাজ থেকে পাওয়া সূত্র অনুযায়ী জানা গেছে, রাতের কোনো এক সময় ব্যানার-ফেস্টুনগুলো ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং 

প্রশাসনের কর্মকর্তারা বলেন, নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ে নজরদারি জোরদার করা হয়েছে। কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?