শিরোনামঃ

স্পিডব্রেকারে রং করলো বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ


সড়ক দুর্ঘটনা কমাতে বরিশাল নগরীর বিভিন্ন সড়কে স্পিডব্রেকারে রং করলো বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। শুক্রবার রাতে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক হাসপাতাল রোড এই কার্যক্রম হাতে নেয় মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম (এমএএফ)। এ সময় নিজ হাতে রং করেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব এডভোকেট আবুল কালাম শাহীন; বিএনপির মো. মাহমুদ হোসেন মামুন, ফারজানা খান রোজি, মারিয়া মুন্নি, মো. হাফিজ আহমেদ বাবলু, মো. ইমরান হোসেন; গণঅধিকার পরিষদের মো. রফিকুল ইসলাম রাসেল সহ আরো অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। 

এ সময় নেতৃবৃন্দ জানান, দূর থেকে স্পিড ব্রেকারগুলো স্পষ্টভাবে দেখা না গেলে চালকদের চলাচলে সমস্যা হয় এবং দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই দুর্ঘটনা রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?