- প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫ ০৫:০৩ পিএম
কোটালীপাড়ায় মাদক বিক্রিতে বাঁধা, গ্রামপুলিশকে মারধর
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় মুমিন গাজী (২৬) নামে এক গ্রামপুলিশকে মারধরের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মুমিন গাজী বাদি হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটে।
মুমিন গাজী উপজেলার হিরণ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গ্রামপুলিশ ও বর্ষাপাড়া গ্রামের মো: মুজিবর গাজীর ছেলে।
জানাগেছে, হিরণ ইউনিয়নের মৃত আবুল বশার মোল্লার ছেলে হৃদয় হক রাব্বি (২৮) প্রায়ই মাদক বিক্রি করতে বর্ষাপাড়া গ্রামে বিভিন্ন জায়গায় যায়। কিছুদিন আগে বর্ষাপাড়া গ্রামে রাব্বি মাদক বিক্রি করতে গেলে গ্রামপুলিশ মুমিন গাজী লোকজন নিয়ে মাদক বিক্রিতে বাঁধা প্রদান করে। এতে রাব্বি ক্ষিপ্ত হয়ে তার চাচাতো ভাই সৌদি প্রবাসী মশিউর রহমান মোল্লাকে সাথে নিয়ে দক্ষিণ হিরণ ব্রিজের উপর বসে গ্রাম পুলিশ মুমিন গাজীকে মারধর করে।
গ্রাম পুলিশ মুমিন গাজী বলেন, হৃদয় হক রাব্বি প্রায়ই মাদক বিক্রির জন্য আমাদের বর্ষাপাড়া গ্রামের আসে। কিছুদিন আগে তাকে মাদক বিক্রির সময় আমি লোকজন নিয়ে বাঁধা প্রদান করি। এ ঘটনার পর গত সোমবার (১৩অক্টোবর) আমি পরিষদ থেকে বাড়ি ফেরার সময় রাব্বি তার চাচাতো ভাই সৌদি প্রবাসী মশিউর মোল্লাকে নিয়ে তাদের বাড়ির সামনে বসে আমাকে মারধর করে।
এ বিষয়ে জানার জন্য হৃদয় হক রাব্বিদের বাড়ি গিয়ে তাদের পাওয়া যায়নি। তবে তার চাচা জাবেদ মোল্লা বলেন, বর্ষাপাড়া গ্রামে আমার ভাতিজা রাব্বি বিয়ে করার জন্য একটি মেয়ে দেখেছিল। গ্রামপুলিশ মুমিন সেই বিয়ে ভেঙ্গে দিয়েছে। এ জন্য ক্ষিপ্ত হয়ে আমার ভাতিজা রাব্বি গ্রাম পুলিশ মুমিনকে দুই একটি চড় থাপ্পর দিয়েছে। বিষয়টি আমরা সামাজিকভাবে মিমাংশা করার চেষ্টা করছি।
কোটালীপাড়া থানা উপপরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা আল-আমিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। #
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার,বরগুনা: বরগুনার বেতাগী উপজেলায় কাউনিয়া কলেজে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বেতাগী উপজেলার ৫নং বুড়ামজুমদার...
-
ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পরিবহন ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা ও সংকট বিরাজ করছে বলে অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের কাছ থেকে। প্রায়...
-
ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিনকে নিয়ে...
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ৩ দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে গোপালগঞ্জের সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!