- প্রকাশিত: ২০ জুন ২০২৫ ১০:৫৫ পিএম
গোপালগঞ্জে পরকিয়ার জের ধরে স্বামীকে কুপিয়ে স্ত্রীর আত্মহত্যার চেষ্টা
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় পরকীয়ার সন্দেহে সৌদি প্রবাসী স্বামী বায়েজিদ সিকদারকে কুপিয়ে আহত করে নিজে আত্মহত্যার চেষ্টা করেছে স্ত্রী মানসুরা খানম।
আজ শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত বায়েজিদ সিকদার টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের ওহাব আলী শিকদারের ছেলে ও স্ত্রীর মানসুরা খানম গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া গ্রামের কবির হাওলাদারের ছেলে।
ছেলের মা হোসনেয়ারা বেগম বলেন, মাস খানেক আগে বায়েজিদ সিকদার সৌদি আরব থেকে দেশে আসেন। এরপরই পরকীয়ার সন্দেহে স্বামী ও স্ত্রী দুজনেই দু’জনকে সন্দেহের চোখে দেখেন। এ নিয়ে প্রায়ই দু’জনের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া-ঝাটি লেগে থাকতো। আজ শুক্রবার মানসুরা খানমের সাথে স্বামী বায়েজিদের কথা কাঁটাকাটির এক পর্যায়ে স্ত্রী রাগের বসে স্বামীকে চুরিকাঘাত করে মারাত্মক আহত করে। এসময় স্বামী মারা যেতে পারে এমনটি বুঝতে পেরে সে নিজেও আত্মহত্যার চেষ্টা চালায়।
পরে আশপাশের লোকজন তাদের চিৎকারে টের পেয়ে দু’জনকেই আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, জাতীয় পরিসেবা ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহত স্বামী-স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পযর্ন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #
এই বিভাগের আরো খবর
-
।বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে যশোরের জুলাই শহীদ আব্দুল্লাহ -বেনাপোল, জাবির- ঝিকরগাছা ও আলামিন- চৌগাছা এর পরিবারের সাথে সৌজন্য...
-
হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি : কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও বালাগঞ্জ উপজেলা কৃষি অফিস এর উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠন...
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : টানা প্রবল বর্ষণের ফলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। ইতিমধ্যে একটি সড়ক...
-
ভোলা প্রতিনিধি।।ভোলার লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষক পরিবারের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। নীলকমল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!