গোপালগঞ্জে অবৈধ কয়লা প্রস্তুতকারী প্রতিষ্ঠান গুড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত



স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অভিযান চালিয়ে অবৈধ কয়লা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।


শনিবার (২৮ জুন) বিকেল থেকে রাত ৮ পর্যন্ত গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোহালা গ্রামে এ যৌথ অভিযান চালানো হয়।


আজ রবিবার (২৯ জুন) পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমান এসব তথ্য জানিয়েছেন।


ওই কর্মকর্তা জানান, অবৈধ কয়লা প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরী করে আসছিল। এতে বায়ূ মন্ডলে কার্বনডাই অক্সসাইড ছড়িয়ে পরিবেশে দূষন ঘটাচ্ছিল। যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।


এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়ের নেতৃত্ব ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ। ফলে ভ্রাম্যমান আদালত ওই অবৈধ প্রতিষ্ঠানটির সবগুলো বার্ণার ভেঙে গুড়িয়ে দেয়। ভাঙ্গা শেষ হলে ফায়ার সার্ভিসের সদস্যরা পানি মড়িয়ে বার্ণারগুলোর আগুন নিভিয়ে দেয়। 


গোপালগঞ্জ জেলার পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী পরিচালক মাহফুজুর রহমান। 


এ অভিযানে আনসার ব্যাটেলিয়ন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?