শিরোনামঃ

বরিশালের আরিফ রহমান এখন বিএমএসএফ কেন্দ্রীয় নেতা



নিজস্ব প্রতিবেদক ॥


বরিশালে বেড়ে ওঠা আরিফ রহমান  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তিনি সাংবাদিক বান্ধব সংগঠন বিএমএসএফ’র ২০২৫-২০২৬ সালের নির্বাহী কমিটিতে স্থান করে নিয়েছেন। তিনি নিজের মেধা ও বুদ্ধি দিয়ে মহান পেশা সাংবাদিকতায় যুক্ত রয়েছেন প্রায় ২৩ বছর যাবত। তার সাংবাদিকতার হাতে খড়ি হয় ২০০২ সালে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক সত্য সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টারের মাধ্যমে। সেখান থেকে তিনি  দৈনিক বর্তমানের ব্যুরো চিফ, ব্যুরো চিফ নিউজ টুডে, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, যুগ্ম সম্পাদক বরিশাল প্রতিদিন, সিনিয়র স্টাফ রিপোর্টার দৈনিক আজকাল, ব্যুরো চিফ দৈনিক খবর, নির্বাহী সম্পাদক দৈনিক বরিশাল সময়, যুগ্ম বার্তা সম্পাদক দৈনিক সত্য সংবাদ পত্রিকায় সুনামের সাথে কাজে করে আসছেন। তিনি এর আগে জেলা কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বরিশাল বিভাগের জনপ্রিয় ম্যাগাজিন মুক্ত বুলির লেখক ও নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?